দীপিকাকে লুকিয়ে রাখতে কড়া পাহারা
সিনেমার শুটিং চলছে। তবে চারপাশের ব্যবস্থাপনা আর নিরাপত্তা দেখলে একে কোনো গোপন রাষ্ট্রীয় প্রকল্পের অংশ মনে হলেও হতে পারে! সত্যি বলতে কি, কিছুই তো দেখার উপায় নেই। সঞ্জয় লীলা বনসালির শুটিং মানেই এমন নিশ্ছিদ্র নিরাপত্তার আয়োজন করা হয়। এমন নিরাপত্তাব্যবস্থা বনসালির পরবর্তী ছবি ‘পদ্মাবতী’ শুটিংয়ের জন্য। ছবির নামভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। শুটিংয়ের সময় বলতে গেলে লুকিয়েই রাখা হচ্ছে দীপিকাকে।
শুটিংয়ের সময় অনেক ছবিই সাধারণত নির্মাতারা প্রকাশ করতে চান না। তবে এই স্মার্টফোন আর ইন্টারনেটের যুগে বিষয়টি রক্ষা করা কঠিনই বটে। এ জন্য সঞ্জয় লীলা বনসালির শুটিং সেটে সব সময়ই নিয়মকানুন আলাদা। এখানে স্মার্টফোন দূরে থাকুক, মোবাইল আনারও অধিকার নেই কারোই। এই আইন ছবির তারকাদের ক্ষেত্রেও প্রযোজ্য। শুটিং চলাকালে তাঁদের পরিবারের কেউই দেখা করার অনুমতি পাবেন না এ সময়।
‘পদ্মাবতী’ ছবির শুটিংটি একেবারে লোকচক্ষুর আড়ালে রাখতে ব্যবহার করা হচ্ছে স্থানানন্তরযোগ্য তাঁবু। রয়েছে বাড়তি নিরাপত্তাকর্মী ও প্রহরী। ছবির তারকা শহিদ কাপুর, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংকে শুটিং সেট থেকে ভ্যানিটি ভ্যানে নিয়ে যাওয়া-আসার সময়েও সঙ্গে থাকেন তাঁরা। আর দীপিকাকে কেমন দেখা যাবে এই ছবিতে, এটি কোনোভাবেই প্রকাশ হতে দিতে চান না বনসালি—সব সময়ের মতো। এর আগে ‘বাজিরাও মাস্তানি’ ছবির ক্ষেত্রেও এমন সতর্কতা পালন করেছেন বনসালি।
এই মহাকাব্যিক চিত্রনাট্যে দীপিকা পাড়ুকোন ‘পদ্মাবতী’, ‘আলাউদ্দিন খিলজি’ চরিত্রে রণবীর সিং এবং পদ্মাবতীর স্বামী ‘রাজা রতন সিং’-এর ভূমিকায় দেখা যাবে শহিদ কাপুরকে। আগামী বছরের ডিসেম্বরে ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন