দীপিকা নতুন ছবি ‘মাঝদার’

বলিউডে নিজের আট বছরের ক্যারিয়ারে এবারই ষালমানের পাশে রূপালি পর্দায় যোগ দিচ্ছেন দীপিকা।
কবির খানের পরিচালনায় ‘মাঝদার’ ছবিতে দেখা যাবে তাদেরকে।
সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ছবিটিতে কাজ করতে সবুজ সংকেত দেখানোর আগে এক শর্ত জুড়ে দিয়েছেন দীপিকা। তিনি চেয়েছেন মজবুত একটা চরিত্র।
সালমানের অন্যান্য ছবির নায়িকাদের মতো শুধু অলঙ্কার হয়ে থাকতে চান না ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। পরিচালক তাকে এ ব্যাপারে আশ্বস্ত করায় তিনি সম্মতি জানিয়েছেন। ‘মাঝদার’ মুক্তি পাবে ২০১৭ সালের ঈদে।
সালমানের ‘প্রেম রতন ধন পায়ো’র (সোনম কাপুর) জন্য তাকে ভাবা হয়েছিলো। এমনকি সল্লুর আগামী ছবি ‘সুলতান’-এ (আনুশকা শর্মা) কাজ করার প্রস্তাবও এসেছে তার কাছে। কিন্তু ব্যাটে-বলে মেলেনি।
বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে দীপিকা এখন অন্যতম। তিনি এখন হলিউডের ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবি নিয়ে ব্যস্ত। এতে তার বিপরীতে আছেন অ্যাকশন তারকা ভিন ডিজেল। এ ছবি মুক্তি পাবে আগামী বছরের গোড়ার দিকে।
এর আগে এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, সালমান খানের সঙ্গে সিনেমায় অভিনয় করতে আগ্রহী তিনি। তবে তার পেশাদারিত্বের দিকটাও মাথায় রাখছেন দীপিকা পাড়ুকোন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন