শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দীর্ঘদিন পর আবারো রাজপথে বিএনপি

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে ‘বিজয় র‌্যালি’ করেছে বিএনপি। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর রাজপথের কর্মসূচিতে দেখা গেল এ দলটিকে।

বুধবার বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই বিজয় র‌্যালি শুরু হয়। এতে নেতৃত্ব দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। র‌্যালিটি নয়াপল্টন থেকে নাইটিঙ্গেল মোড়, শান্তিনগর হয়ে মালিবাগ মোড়ে গিয়ে একই পথে ফিরে আসে।

বিএনপির যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান, রুহুল কবির রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনসহ অনেক নেতা-কর্মী বিজয় র‌্যালিতে অংশ নেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে রাজপথের কোনো কর্মসূচিতে দেখা মেলেনির বিএনপির। যদিও দলটির নেতারা বরাবরই অভিযোগ করে আসছেন, সরকার রাজনৈতিক দলগুলোর অধিকার হরণ করে গণতান্ত্রিক কর্মকা-ের সুযোগ সীমিত করেছে। এর অংশ হিসেবে বিএনপিকে সভা-সেমিনারসহ কোনো কর্মসূচিই করতে দিচ্ছে না।

এর আগে ২০১৫ সালের ৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তির দিনে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল এবং সমাবেশের ঘোষণা দিলেও তা করতে পারেনি বিএনপি। উল্টো গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে ‘অন্তরীণ’ হয়ে পড়েন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

তবে দীর্ঘদিন পর বুধবার বিজয় র‌্যালি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে বিএনপির নেতা-কর্মীদের। র‌্যালিতে তারা বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন নিয়ে আসেন। র‌্যালিতে নেচে গেয়ে আনন্দ প্রকাশ করেন তারা।

র‌্যালির আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিজয় র‌্যালি গণতান্ত্রিক দাবি আদায়ে নতুন অধ্যায়ের সূচনা করবে। ‘অগণতান্ত্রিক পরিবেশে শাসরুদ্ধকর পরিস্থিতিতে’ দেশের মানুষ বিজয় দিবস উদযাপন করছে বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলন চলছে। এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।

গত ৮ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচি ঘোষণার সময়ে বিজয় র‌্যালির কথা জানান বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। পরে র‌্যালির অনুমতি চেয়ে পুলিশ কমিশনারের কাছে আবেদন করলে বেশ কয়েকটি শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুনতাসিরুল ইসলাম জানান, বেশ কয়েকটি শর্ত এবং পুলিশকে সহযোগিতার আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিজয় র‌্যালির অনুমতি দেওয়া হয়েছে।

দলটিকে শোভাযাত্রা নির্দিষ্ট সময়ে শেষ করা, লাঠি বা অন্য ধরনের ধারালো বস্তু ও অগ্নেয়াস্ত্র বহন না করা, সাধারণ জনগণকে হয়রানি না করাসহ বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল