দীর্ঘ অপেক্ষার অবসান, যে ৫ কারণে ‘চ্যাম্প’ দেখবেন

দীর্ঘ অপেক্ষার অবসান। শুক্রবার মুক্তি পেল দেবের প্রযোজনার প্রথম ছবি ‘চ্যাম্প’। জেনে নিন কোন পাঁচটি কারণে ছবিটি আপনাকে দেখতেই হবে। লড়াইয়ের ময়দানে রয়েছে বাবা যাদব পরিচালিত ‘বস ২’ এবং কবীর খান পরিচালিত ‘টিউবলাইট’।
প্রযোজনা + গল্প = দেব
ইন্ডাস্ট্রিতে ১০ বছর ধরে তিনি নায়ক। সেটা তো তাঁর চেনা মাঠ। এই প্রথম প্রযোজক হিসেবে দেবের পরীক্ষা। সঙ্গে রয়েছে তাঁর নিজের লেখা গল্প। একান্ত আলাপচারিতায় দেব বলেছিলেন, রুক্মিণী আমার খুব কাছের বন্ধু। ওকে দেখেই ‘জয়া’ চরিত্রটা লিখেছি। ঠিক যেমন ‘শিবাজি’ চরিত্রের সঙ্গে আমার মিল রয়েছে। এককথায় ‘চ্যাম্প’ দেব-রুক্মিণীর বাস্তব জীবনের গল্প।
ট্রাম্পকার্ড রুক্মিণী
রুক্মিণী মৈত্র। বিখ্যাত মডেল। গত ১০ বছরে এটাই ছিল তাঁর একমাত্র পরিচয়। এবার তিনি নায়িকাও। ইন্ডাস্ট্রির সকলেই জানেন, তিনি দেবের বিশেষ বান্ধবী। দেবের হাত ধরেই শুরু নতুন পথ চলার। তাই রুক্মিণীর ওপর নজর তো থাকবেই। তিনি কেমন পারফর্ম করলেন, হলে গিয়ে দেখবেন তো?
বি ফর বক্সিং
দেবের কাছে প্রশ্ন ছিল, বক্সিং নিয়ে ছবি করার রিস্কটা নিলেন কেন? দেব বলেছিলেন, আমি ছাড়া রিস্কটা কে নেবে? টলিউডে বক্সিং নিয়ে ছবি সম্ভবত এই প্রথম। ক্রিকেট, ফুটবলের তুলনায় কম জনপ্রিয় খেলাটিকে ‘চ্যাম্প’ কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে, সেটাও বিচার করবেন দর্শক।
আমিও চ্যাম্প…
রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবির পরতে পরতে জড়িয়ে রয়েছে ঠিক এমনই ফিলিংস। দেব শেয়ার করেছিলেন, প্রতি মুহূর্তে যাঁরা লড়াই করছেন, তাঁরা নিজের জীবনে কোনো না কোনো ভাবে সকলেই ‘চ্যাম্প’। সেই ভাবনা রয়েছে ছবিজুড়ে।
দেব-রুক্মিণীর কেমিস্ট্রি
‘চ্যাম্প’ এক নতুন জুটি উপহার দিতে চলেছে টলিউডকে। কিন্তু তাঁদের অফস্ক্রিন কেমিস্ট্রি কি অনস্ক্রিনেও দেখতে পাবেন দর্শক? রুক্মিণীর উত্তর, ‘না, সেটা একেবারেই কাজ করেনি। কারণ আমি ভেবেছিলাম দেব আমাকে খুব প্যাম্পার করবে। ভালোবেসে কাজ হবে। সহজ কলটাইম পাব। কিন্তু সে সব কিছুই হয়নি। উল্টে রোজ বকত। হয়তো ভালোর জন্যই বকত। ‘ সত্যিই কি তাই? সে বিচারের ভার আপনার।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন