দীর্ঘ দিন পর আবারো এক পর্দায় আসছেন ইলিয়াস কাঞ্চন, চম্পা ও রোজিনা!

একটি সময় বড় পর্দায় দাপিয়ে বেড়িয়েছেন ইলিয়াস কাঞ্চন, চম্পা ও রোজিনা। ইলিয়াস কাঞ্চনের সঙ্গে চম্পা ও রোজিনা আলাদাভাবে অনেক ছবিতে অভিনয় করেছেন। এত বছর পর আবারও তিনজন একসঙ্গে অভিনয় করলেন টেলিছবি ক্রাইম রোড–এ।
গত সোমবার থেকে শুরু হয়েছে এই টেলিছবির শুটিং। ঈদ উপলক্ষে নির্মিত টেলিছবিটিতে কাজ করে দারুণ উচ্ছ্বসিত এই তিন শিল্পী। অভিনেত্রী রোজিনা বলেন, ‘আমরা কত দিন আগে একটা সিনেমায় অভিনয় করেছিলাম। তারপর আর কখনোই একসঙ্গে কাজ করা হয়নি। এত দিন পর একসঙ্গে কাজ করতে দারুণ লাগছে। মনে হচ্ছে আমরা চলচ্চিত্রেই অভিনয় করেছি।’
টেলিছবির পরিচালক তারিক মুহম্মদ জানালেন, নানা ধরনের অপরাধ হয় বলে একটা রাস্তার নাম হয়ে গেছে ‘ক্রাইম রোড’। এই রাস্তার ক্রাইম দূর করতে এগিয়ে আসেন একজন গোয়েন্দা কর্মকর্তা, পত্রিকার সাংবাদিকসহ অনেকেই। এ নিয়েই টেলিছবির গল্প।
টেলিছবিতে আরও অভিনয় করেছেন স্পর্শিয়া, আলভী প্রমুখ। আসছে ঈদুল ফিতরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হওয়ার কথা রয়েছে ক্রামই রোড।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন