দীর্ঘ দিন পর জাতীয় দলে মোস্তাফিজ
দীর্ঘদিন পর আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে দেশের মাটিতে অনুষ্ঠিত হওয়া শেষ দুইটি সিরিজে খেলতে পারেনি তিনি।
গতকাল বৃহস্পতিবার নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ৫০ ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আর এই ম্যাচের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এ প্রস্তুতি ম্যাচ দিয়েই দলে ফিরেন দ্য ফিজ।
মোস্তাফিজের দলের ফেরার বিষয়টি নিশ্চিত করেছে টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু । তিনি জানিয়েছেন প্রস্তুতি ম্যাচ খেলার জন্য ফিট মোস্তাফিজ। তাই এই ম্যাচে খেলতে পারেন তিনি।
তিনি জানান ‘এখনো পর্যন্ত আমাদের কাছে যে রিপোর্ট আছে, নেটে সে ভালোই বোলিং করেছে। কিছু লম্বা থ্রো করেছে। ওর যে ফিটনেস কালকের প্রস্তুতি ম্যাচটা সে খেলবে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুস্তাফিজ থাকবেন কি না সেটি নির্ভর করবে বৃহস্পতিবার তাঁর পারফরম্যান্সের ওপর।’
এই প্রসঙ্গে নান্নু বলেন, ‘আগামীকালের প্রস্তুতি ম্যাচটা ওর (মুস্তাফিজ) জন্য খুবই জরুরি। তাতে ওর অবস্থাটা ভালোভাবে বোঝা যাবে। সে যদি তিনটা স্পেলে ৭-৮ ওভার বোলিং করতে পারে আমরা তাকে ওয়ানডে সিরিজে রাখব।’
এর আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত দুইটি প্রস্তুতি ম্যাচের দলে ছিলেন না মুস্তাফিজ। প্র্যাকটিস সেশনে নেটে বোলিং করেছেন ৫০ থেকে ৬০ ভাগ ফিটনেস নিয়ে। এই কারণে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন শতভাগ ফিটনেস না ফেরা পর্যন্ত তাকে খেলানোর ঝুঁকি নেয়া হবে না।
তবে ফিজকে দলে রেখেই শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ এবং প্রথম ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি।
একমাত্র প্রস্তুতি ম্যাচ এবং প্রথম ওয়ানডের বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিস রায় এবং তানভির হায়দার।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন