দীর্ঘ প্রশ্ন শুনে মাশরাফি কিছুটা হতভম্বঃ সংবাদ সম্মেলনে
আজ শুক্রবার সংবাদ সম্মেলনে শনিবারের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন মাশরাফি বিন মুর্তজা। সংবাদ সম্মেলনের শেষ প্রান্তে মাশরাফিকে ভারতীয় এক সংবাদিকের প্রশ্ন, ‘মুস্তাফিজুর রহমানের ইনজুরি ও তাকে বিশ্রাম দেওয়া নিয়ে আপনারা কতটুকু চিন্তিত? সামনে জাতীয় দলের ম্যাচ আছে, চ্যাম্পিয়নস ট্রফি আছে, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আছে। এর আগে মুস্তাফিজকে আবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলতে হবে! ওকে বিশ্রামে রেখে খেলানোর কোনো পরিকল্পনা আছে?’
দীর্ঘ প্রশ্ন শুনে মাশরাফি কিছুটা হতভম্ব। আইপিএল খেলতে হবে! এ কথা শুনে মাশরাফি কিছু একটা বলতে চেয়েছিলেন। কিন্তু আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বলে থমকে গেলেন! অধিনায়কের মতোই উত্তর দিলেন কিছুক্ষণ পর, ‘মুস্তাফিজের ফিটনেস ভালো আছে। ওর যদি আরো বিশ্রামের প্রয়োজন হয়, সেটা ফিজিও ও ট্রেনাররা আলোচনা করে সিদ্ধান্ত নিবেন। আমি মনে করি, আইপিএলে না খেলে ও যদি জাতীয় দলের হয়ে সব ম্যাচ খেলে, সেটাই ভালো। কারণ সবার আগে দেশ।’
শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের পর ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর মে মাসে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ দল। ১ জুন থেকে ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। সব মিলিয়ে ১২ ম্যাচে প্রতিনিধিত্বের সুযোগ পাবেন মুস্তাফিজ। অধিনায়ক মাশরাফি তার ‘ট্রাম্পকার্ড’ মুস্তাফিজকে ১২ ম্যাচেই দলে চান।
গত বছর আইপিএলের নবম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অংশ নিয়ে মুস্তাফিজুর রহমান তাক লাগিয়ে দেন। দলকে চ্যাম্পিয়ন করতে রাখেন বড় ভূমিকাও। এবারও তাকে দলে রেখে দিয়েছে হায়দরাবাদ। বর্তমান চ্যাম্পিয়নদের ম্যাচ দিয়ে আগামী ৫ এপ্রিল আইপিএলের দশম আসর মাঠে গড়াবে। পর্দা নামবে ২১ মে। সদ্য ইনজুরি ও বিশ্রাম শেষে স্বরূপে ফেরা মুস্তাফিজ দীর্ঘ পরিসরে জাতীয় দলকে সেবা দিতে চান নাকি আইপিএলের দীর্ঘ সফরে নিজেকে দেখতে চান, সেটাই এখন দেখার!
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন