দীর্ঘ যুদ্ধে ভারতকে বাধ্য করছে পাকিস্তান : অমিত শাহ
উরিতে সন্ত্রাসের মধ্য দিয়ে পাকিস্তান ভারতকে দীর্ঘ যুদ্ধের জন্য বাধ্য করেছে বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ। রোববার দলের জাতীয় কাউন্সিলে দেওয়া উদ্বোধনী বক্তৃতায় এই মন্তব্য করেন তিনি।
বক্তৃতায় অমিত শাহ বলেন, উরিতে ভারতীয় সেনাদের ওপর আক্রমণ ছিল জঙ্গিদের হতাশার প্রতিক্রিয়া। ভারতের নিরাপত্তাবাহিনী দেশটিতে অনুপ্রবেশের চেষ্টা ১৭ বার রুখে দেওয়ার পর ঘৃণ্য এই হামলা চালায় তথাকথিত জঙ্গিরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের পুনরুচ্চারণ করে বিজেপির সভাপতি বলেন, সেনাদের ওপর ঘৃণ্য এই আক্রমণকারীদের শাস্তিই প্রাপ্য। আর পাকিস্তানের মদদপুষ্ট এই জঙ্গিবাদের শক্ত জবাব দিতে রাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ।
বিজেপির জাতীয় কাউন্সিলে দেওয়া উদ্বোধনী বক্তৃতায় অমিত শাহ আরো বলেন, দল দেশব্যাপী এই সন্ত্রাসী আক্রমণের বিরুদ্ধে তীব্র ঘৃণা টের পাচ্ছে। মোদি সরকার প্রথম থেকেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল। এই হামলার পরও এই ব্যাপারে পাল্টা শক্ত জবাব দিতে প্রতিজ্ঞাবদ্ধ দেশ। গত আট মাসে পাকিস্তান সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ১১৭ জন সন্ত্রাসীর নিহত হওয়ার কথা স্মরণ করিয়ে দেন তিনি।
অমিত শাহ আরো বলেন, প্রতিবেশী দেশের (পাকিস্তান) নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তৎপরতা্ দেখিয়েছে নিরাপত্তা বাহিনী। তবে প্রতিবেশীদের আচরণ ঠিক প্রতিবেশীসুলভ নয়। আর তাই দেশের সঙ্গে সম্পর্ক রাখায় সরকারের নেওয়া অনেক পদক্ষেপই ব্যর্থ হয়েছে।
বিজেপি সভাপতি বলেন, গত আট মাসে আমাদের সাহসী সেনা ও নিরাপত্তাবাহিনী ১৭ বার দেশে অনুপ্রবেশ ঠেকিয়ে দিয়েছে। হতাশায় শেষ পর্যন্ত উরিতে ঘৃণ্য আক্রমণ চালিয়েছে জঙ্গিরা। এটা একটা দীর্ঘ যুদ্ধ যা আমাদের প্রতিবেশী (পাকিস্তান) আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে। উরি জঙ্গিবাদের একটি লক্ষ্যবস্তু মাত্র, নির্দিষ্ট কোনো ঠিকানা নয়। তবে যত যাই হোক শেষ বিজয় হবে আমাদেরই।
অমিত শাহ সরকারের বর্তমান কর্মকাণ্ডে দলের পূর্ণ সমর্থন আছে বলেও জানান। তিনি বলেন, পাকিস্তান আক্রমণের পর আক্রমণ করে গেলেও ধৈর্যশক্তির চরম পরীক্ষা দিয়ে যাচ্ছে সরকার। এ ক্ষেত্রে সরকারের কৌশলেরও প্রশংসা করেন তিনি। অমিত বলেন, সরাসরি যুদ্ধ না করে জাতিসংঘের মতো বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনে পাকিস্তানকে কোণঠাসা করার কৌশল অবলম্বন করেছে মোদি সরকার। এ ছাড়া সারা বিশ্ব থেকে পাওয়া পাকিস্তানের সহযোগিতাগুলোও বন্ধের চেষ্টা করছে ভারত।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন