দীর্ঘ সময়ের কাজ বাড়িয়ে দেয় ধূমপানের ইচ্ছা
বহু বছর ধরেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে সতর্ক করে আসছেন। এবার দীর্ঘ সময় ধরে কাজ করার সঙ্গে ধূমপানের সম্পর্ক খুঁজে পেয়েছেন গবেষকরা। ইংল্যান্ডের একদল গবেষক তাদের দীর্ঘ গবেষণার পর জানিয়েছেন, ধূমপান বৃদ্ধির কারণ হল দীর্ঘক্ষণ কাজ করা। গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বলা যায়, ধূমপায়ীরা সাধারণত মানসিক চাপ কমানোর উপায় হিসেবে ধূমপান উপভোগ করেন। আর দীর্ঘ সময় ধরে কাজ করার ফলে বাড়তি যে মানসিক চাপ তৈরি হয় তা তাদের ধূমপানের চাহিদাও বাড়িয়ে দেয়।
বিষয়টি ব্যাখ্যা করে গবেষক দলের পক্ষ থেকে বলা হয়েছে, যখন ধূমপায়ীরা সপ্তাহে ৪০ ঘণ্টার বেশি কাজ করেন, তখন তাদের ধূমপান ত্যাগের সম্ভাবনা খুবই কমে যায়। যেহেতু তাদের কাজের সময় বেড়ে যায়, তাই তারা ধূমপান ত্যাগে অনাগ্রহী হয়ে ওঠেন। প্রায় ১৯ বছরের গবেষণায় প্রায় ৩০ হাজারেরও বেশি মানুষের ধূমপানজনিত আচরণ পর্যালোচনা করা হয়। গবেষণার ফলাফলে দেখা গিয়েছে, সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করেন এমন ব্যক্তিদের তুলনায় যারা সপ্তাহে ৪০-৬০ ঘণ্টার বেশি কাজ করেন তাদের ধূমপান ত্যাগের হার অর্ধেকেরও কম।
এ প্রসঙ্গে গবেষকদের পক্ষ থেকে জানান হয়েছে, এইভাবে ধূমপানের মাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা কমে যায় এবং মানসিক চাপ বৃদ্ধি পেয়ে বিভিন্ন অসুখ হওয়ার প্রবণতা দেখা যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন