দুইমাসে ৫ মাসের এরিয়ার পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
নতুন বছরের প্রথম দিন নতুন বেতন কাঠামোতে ডিসেম্বরের বেতনের সঙ্গে জুলাই-অগাস্ট মাসের বর্ধিত বেতনের বকেয়া অংশ (এরিয়ার) পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ফেব্রুয়ারির শুরুতে জানুয়ারি মাসের বেতনের সঙ্গে তারা ২০১৫ সালের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের এরিয়ার পাবেন।
সরকারি চাকরিজীবীরা মহার্ঘ্য ভাতা হিসাবে মূল বেতনের ২০ শতাংশ হারে অতিরিক্ত যে অর্থ পেয়ে আসছিলেন, এরিয়ার দেওয়ার সময় তা সমন্বয় করে নেওয়া হবে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অষ্টম বেতন কাঠামোতে ২০টি গ্রেডের মধ্যে সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে ৮২৫০ টাকা। যাতে বেতন বেড়েছে গ্রেড ভেদে ৯১ থেকে ১০১ শতাংশ।
বর্তমান সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করে গেজেটে বলা হয়েছে, এখন থেকে প্রতি বছরের ১ জুলাই একসঙ্গে সব সরকারি কর্মচারীর বেতন বাড়বে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সরকারি হজ প্যাকেজ ‘প্রত্যাখান’ করে পাল্টা প্যাকেজ এজেন্সিগুলোর
সম্প্রতি আগামী বছরের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়।বিস্তারিত পড়ুন
সমালোচনার মুখে সাদ্দামের সাক্ষাৎকার স্থগিত করলো ‘ঠিকানা’
সমালোচনার মুখে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সাক্ষাৎকারবিস্তারিত পড়ুন
ফের মার্কিন মসনদে ট্রাম্প
ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে ৪৭তম মার্কিন প্রেসিডন্টে নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন