দুইমাসে ৫ মাসের এরিয়ার পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
নতুন বছরের প্রথম দিন নতুন বেতন কাঠামোতে ডিসেম্বরের বেতনের সঙ্গে জুলাই-অগাস্ট মাসের বর্ধিত বেতনের বকেয়া অংশ (এরিয়ার) পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ফেব্রুয়ারির শুরুতে জানুয়ারি মাসের বেতনের সঙ্গে তারা ২০১৫ সালের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের এরিয়ার পাবেন।
সরকারি চাকরিজীবীরা মহার্ঘ্য ভাতা হিসাবে মূল বেতনের ২০ শতাংশ হারে অতিরিক্ত যে অর্থ পেয়ে আসছিলেন, এরিয়ার দেওয়ার সময় তা সমন্বয় করে নেওয়া হবে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অষ্টম বেতন কাঠামোতে ২০টি গ্রেডের মধ্যে সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে ৮২৫০ টাকা। যাতে বেতন বেড়েছে গ্রেড ভেদে ৯১ থেকে ১০১ শতাংশ।
বর্তমান সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করে গেজেটে বলা হয়েছে, এখন থেকে প্রতি বছরের ১ জুলাই একসঙ্গে সব সরকারি কর্মচারীর বেতন বাড়বে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন