দুই আর্মি ক্রিকেটারকে পদোন্নতি দিলো শ্রীলঙ্কা
আসেলা গুনারত্নে ও সেকুগে প্রসন্ন; এই দুই শ্রীলঙ্কান ক্রিকেটার পেশাদার ক্রিকেট খেলার পাশাপাশি চাকরি করেন আর্মিতেও। সম্প্রতি ক্রিকেটার হিসেবে দেশের জন্য দারুণ কিছু করার পুরস্কার হিসেবে তাদেরকে পদোন্নতি দিয়েছে লঙ্কান আর্মি।
লঙ্কান আর্মি বলছে, সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের বাইরে দারুণ পারফর্ম করেছেন এই দুই আর্মি। তার পুরস্কার হিসেবেই তাদেরকে পদোন্নতি দেয়া হলো।
অলরাউন্ডার প্রসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দারুণ খেলে আর্মিতে এক পদ উপরে উঠেছেন। আর গুনারত্নে পুরস্কার পেয়েছেন গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে দারুণ খেলে।
পদোন্নতি পেয়ে প্রসন্ন এখন হয়েছেন ওয়ারেন্ট অফিসার গ্রেড ওয়ান আর গুনারত্নে, সার্জেন্ট থেকে পদোন্নতি পেয়ে হয়েছেন ওয়ারেন্ট অফিসার গ্রেড টু।
৩১ বছর বয়সী এই দুই ক্রিকেটার আর্মিতেই তাদের ক্যারিয়ার শুরু করেন। পেশাদার ক্রিকেট খেলার পাশাপাশি এদুজন এখনো আর্মিতে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন