শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুই কিশোরের চুল কেটে দেওয়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

পিরোজপুরের মঠবাড়ীয়ায় দুই কিশোরকে মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগে মিরুখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লাভলু তালুকদার ও তার তিন সহযোগীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। যুবলীগের বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ায় তাদের নির্যাতন করা হয়েছে উল্লেখ করে দুই কিশোরের প্রতিবেশী নূরনবী আদনান বুধবার (১২ জুলাই) মামলাটি করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন মামুন জমাদ্দার, বেল্লাল জমাদ্দার ও মহিবুল্লাহ। মঠবাড়ীয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমীন এ তথ্য নিশ্চিত করেন।

তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় এক সাংবাদিক ও এক যুবলীগ নেতার বিরুদ্ধে স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রস্তুম আলী ফরাজীর অনুসারী ও ডা. রস্তুম আলী ফরাজী ডিগ্রি কলেজের প্রভাষক ফারুক হোসেন বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে একটি মামলা করেন। এর প্রতিবাদে মঠবাড়ীয়া যুবলীগ সোমবার (১০ জুলাই) বিকালে মঠবাড়ীয়া উপজেলা শহরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে যোগ দেওয়ায় দুই কিশোরকে মারধর ও চুল কেটে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মঠবাড়ীয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমীন জানান, ‘নির্যাতনের শিকার ফেরদৌস স্থানীয় মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। সে বড়শৌলা এলাকার মো. মানিক তালুকদারে ছেলে। আর মিরাজ উত্তর মিরুখালী গ্রামের মো. আলতাফ হাওলাদারের ছেলে।’

দুই কিশোরকে উদ্ধৃত করে মাজহারুল আমীন জানান, ‘দৈনিক সকালের খবরের সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোটার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল ও মঠবাড়ীয়ার শাপলেজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নুরুল আমীন রাসেলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়। সংসদ সদস্য ডা. রস্তুম আলী ফরাজীর অনুসারী প্রভাষক ফারুক হোসেন ৫৭ ধারায় মামলাটি করে। এর প্রতিবাদে মঠবাড়ীয়া যুবলীগ সোমবার (১০ জুলাই) বিকালে মঠবাড়ীয়া উপজেলা শহরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। তারা সমাবেশে যোগ দেয়। সন্ধ্যায় ফেরার পথে কাটাখালী বাজার সংলগ্ন সড়কে লাভলু তালুকদার ও তার সহযোগী মামুন জমাদ্দার, বেল্লাল জমাদ্দার ও মহিবুল্লাহসহ কয়েকজন তাদেরকে মারধর করে। মঙ্গলবার (১১ জুলাই) সকালে তারা আবারও দুই কিশোরকে ডেকে নিয়ে মারধর করে চুল কেটে দেয়।’

মঠবাড়ীয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান সিফাত জানান, ‘লাভলু তালুকদার যে কমিটির সভাপতি, সেই কমিটির মেয়াদ তিন বছর আগে শেষ হয়ে গেছে। তিনি এখন যুবলীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন।’

আরিফুজ্জামান সিফাত আরও জানান, ‘স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রস্তুম আলী ফরাজী ও তার লোকজনের সঙ্গে তিন নম্বর মিরুখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লাভলু তালুকদারের সখ্যতা রয়েছে।’

লাভলু তালুকদার দুই কিশোরকে মারধর ও চুলকাটার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ফেরদৌসের অভিভাবক হিসেবে আমি তাকে শুধু শাসিয়েছি।’

মঠবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন বলেন, ‘স্কুলছাত্র ফেরদৌস ও কিশোর মিরাজের চুল কাটার সঙ্গে লাভলু তালুকদার জড়িত নয়। তাকে ফাঁসানো হয়েছে।’

উল্লেখ্য, সংসদ সদস্য ডা. রস্তম আলী ফরাজীর বিরুদ্ধে প্রকাশিত খবর সাংবাদিক আজমল হক হেলাল তার ফেসবুকে শেয়ার দেন। এ ঘটনায় ডা. রস্তুম আলী ফরাজীর অনুসারী ও ডা. রস্তুম আলী ফরাজী ডিগ্রি কলেজের প্রভাষক ফারুক হোসেন বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে মঠবাড়ীয়া থানায় সাংবাদিক আজমল হক হেলাল ও যুবলীগ নেতা নুরুল আমীন রাসেলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন। এ মামলার প্রতিবাদে পিরোজপুর ও মঠবাড়ীয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করে সাংবাদিকরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন

  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল