দুই গ্রামবাসীর সংর্ঘষে আহত ৩০
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার এই ঘটনায় উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় বেরকুড়ি ও বেরীগঞ্জ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভতি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই গ্রামের দু’জন শহিদ মিয়া ও হেলাল মিয়ার সঙ্গে কথা কাটাকাটির জেরে বেরকুড়ি ও বেরীগঞ্জ গ্রামের মধ্যে সংর্ঘষ বেধে যায়। এতে উভয়পক্ষের ত্রিশজন আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজিব হাসান জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
মৌলভীবাজারের “গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ” নামের পাঁচ তারকাবিস্তারিত পড়ুন

সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন

মৌলভীবাজারে ২৯০ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ
মৌলভীবাজারের কমলগঞ্জে চোরাইভাবে আসা ২৯০ বস্তা ভারতীয় চিনি জব্দ করাবিস্তারিত পড়ুন