দুই জনকে কুপিয়ে হত্যা

জেলার টঙ্গীর এরশাদ নগর এলাকায় দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহ এলাকার একটি বিলের পাড় ও সড়ক থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, এরশাদ নগর এলাকার শরীফুল ইসলাম ও জুম্মন আলী।
টঙ্গী মডেল থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, সকালে এরশাদ নগর এলাকার নিম্নাঞ্চলে একটি বিলের পাড়ে শরীফ ও রাস্তার ওপর জুম্মনের মরদেহ পড়ে দেখে তাদেরকে খবর দেয় স্থানীয়রা। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। শরীফের ঘাড়ে এবং জুম্মনের মাথা ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলেও জানান জহিরুল ইসলাম।
নিহত শরীফ স্থানীয় আওয়ামী লীগের সহযোগী সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ওয়ার্ড সভাপতি এবং যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে। জুম্মন একটি টুপি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহতের স্বজনরা জানান, রাত ১২টার দিকে শরীফকে বাসা থেকে ডেকে নিয়ে যায় চার-পাঁচ জন লোক। পরে তাকে এরশাদ নগরের বিলের পাড়ে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এই ঘটনা দেখে ফেলায় শরীফের বন্ধু জুম্মনকেও হত্যা করা হয়।
টঙ্গী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেছেন, ‘সংগঠনের আভ্যন্তরীণ কোন্দলে এ খুন হতে পারে। বিষয়টি তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করা হবে’।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন