দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ পাঁচ ‘ডাকাত’ নিহত

দুই জেলায় পৃথক ‘বন্দুকযুদ্ধে’ পাঁচজন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি অনুযায়ী পাঁচজনই ডাকাত দলের সদস্য। এদের মধ্যে কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন এবং চট্টগ্রামের মিরসরাইয়ে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহত হয়েছেন।
আমাদের কুষ্টিয়া প্রতিনিধি জানায়, শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছেন। নিহতদের ডাকাত বলে দাবি করলেও তাদের নামপরিচয় জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীটি।
পুলিশের ভাষ্য, রাতে গোবিন্দগুনিয়া এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বেশ কয়েকজন। এসময় পুলিশের একটি টহলদল সেখানে পৌঁছায়। টহল দলের নেতৃত্ব দেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অধিকাংশ ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে দুইজনের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পায় পুলিশ। এছাড়া বন্দুকযুদ্ধের পর সেখানে থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করে পুলিশ।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, নিহতদের নামপরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ দুটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর এলাকায় র্যাবের সঙ্গে আরেকটি বন্দুকযুদ্ধের ঘটনায় তিন ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত তিনটার দিকে র্যাব-৭ এর সঙ্গে এই বন্দুকযুদ্ধ হয়।
র্যাব জানায়, ফেনী থেকে র্যাবের একটি টহল দল মাইক্রোবাসে করে চট্টগ্রাম ফিরছিল। রাত তিনটার দিকে মিরসরাইয়ে আসার পর সাধারণ গাড়ি ভেবে ডাকাতরা র্যাবের গাড়ির চাকায় গুলি করে টায়ার পাংচার করে দেয়। তখন র্যাব সদস্যরা গুলি চালায়। কিছুক্ষণ গোলাগুলির পর ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে র্যাব। পরে তাদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকেই মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয় বলে র্যাব জানায়।
মিরসরাই থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বন্দুকযুদ্ধের সত্যতা নিশ্চিত করলেও নিহতদের নামপরিচয় জানাতে পারেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন