দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৭
পাকিস্তানের দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে করাচির দক্ষিণের এলাকা লান্ধি রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর করাচি থেকে যাতায়াতকারী সব রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, ঘটনার সময় স্টেশনে ফরিদ এক্সপ্রেস নামে একটি আন্তনগর ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় ভুল সিগন্যালের কারণে জাকারিয়া এক্সপ্রেস নামে অপর একটি ট্রেন ফরিদ এক্সপ্রেসের পেছনের অংশে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ফরিদ এক্সপ্রেসের পেছনের দুটি বগি দুমড়ে যায়। এ ছাড়া সংঘর্ষে দুই ট্রেনেরই বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়।
টিভি ফুটেজের বরাত দিয়ে বিবিসি আরো জানিয়েছে, সংঘর্ষে দুই ট্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া স্থানীয় সংবাদপত্র ডন জানিয়েছে, ফরিদ এক্সেপ্রেসের দুমড়ে যাওয়া বগিতে অনেকেই আটকে আছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও রেলওয়ের উদ্ধারকারী বাহিনী।
এদিকে করাচির রেলওয়ের কর্মকর্তা নাসির নাজির বিবিসিকে জানান, সংঘর্ষের কারণ এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন