দুই নায়কের সঙ্গে মুক্তি পাচ্ছে ববির ‘ওয়ান ওয়ে’

ইফতেখার চৌধুরী পরিচালিত থ্রিলার-অ্যাকশনধর্মী ছবি ‘ওয়ান ওয়ে’ মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল। ছবিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ববি ও বাপ্পি। থ্রিলার অ্যাকশনধর্মী এই ছবিটি সারা দেশে ৯২টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন নায়িকা ববি।
ববি বলেন, ‘আমি সব সময়ই বেছে বেছে অভিনয় করতে চেষ্টা করি। চেষ্টা করি দর্শক যেন নতুনভাবে আমাকে দেখতে পারে। একই গল্প ও চরিত্রে আমার বারবার অভিনয় করতে ভালো লাগে না। এই ছবিতেও দর্শক আমাকে নতুনভাবে পাবে।’
ববি আরো বলেন, ‘এই ছবিতে আমি যে চরিত্রে অভিনয় করেছি, সেই চরিত্রে দর্শক এর আগে আমাকে দেখেনি। তার চেয়েও বড় কথা, আমি সব সময় রিস্ক নিয়ে কাজ করতে পছন্দ করি। এমন গল্পের সঙ্গে যুক্ত হতে চাই, সেখানে দর্শক মনে করবে, এই চরিত্রটা ববি ছাড়া অন্য কাউকে দিলে হতো না। প্রথম থেকেই একটু ভিন্ন ধরনের চরিত্রে দর্শকদের সামনে আসতে চেষ্টা করছি।’
কয়টি হলে মুক্তি পাচ্ছে ছবিটি—জানতে চাইলে ববি বলেন, ‘গতকাল ৮৭টি সিনেমা হলে বুকিং হয়েছে। আজ আরো পাঁচটি হল যুক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৯২টি হলে ছবিটি যাচ্ছে। আগামীকালের মধ্যে আরো কয়েকটি হল যুক্ত হতে পারে।’
ছবির গল্প নিয়ে পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, ‘আসলে অপরাধ জগতের রাস্তা একটাই। সেখানে প্রবেশ করা যায়, কিন্তু বের হওয়া যায় না। আমি মৌলিক একটা গল্প নিয়ে এই ছবিটি নির্মাণ করেছি। আশা করি, সবার কাছে ভালো লাগবে।’
ছবিতে মিলন, ববি ও বাপ্পি ছাড়াও অভিনয় করেছেন ড্যানি সিডাক, শিমুল খান, সীমান্ত, রেবেকা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন