‘দুই বছরের মধ্যে গতি আসবে টেলিটকে’
সারাদেশের প্রত্যন্ত এলাকায় সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এই নেটওয়ার্ক সম্প্রসারণে ব্যয় হবে সাড়ে চার হাজার কোটি টাকা।
সকালে রাজধানীর গুলশানে টেলিটকের নতুন কাস্টমার কেয়ার সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা জানান।
২০০৫ সালে দেশে কার্যক্রম শুরু করে সরকারি খাতের এই মোবাইল ফোন কোম্পানি। এটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কোম্পানিও করা হয়। তবে ১১ বছরেও কোম্পানিটি তেমন সুবিধা করতে পারেনি।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর থেকেই টেলিটকের ব্যবস্থাপনাকে আরও কার্যকর করে মূল প্রতিযোগিতায় কোম্পানিটিকে নিয়ে আসার কথা বলছেন। প্রতিমন্ত্রী জানান, টেলিটকের জন্য একনেক ৬১০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে।
তারানা হালিম বলেন, নিজ অর্থায়নে ৭০০ কোটি টাকার একটি প্রকল্প শুরু হয়েছে। তিন হাজার কোটি টাকার আরও একটি প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। এই প্রকল্প শেষ হলে প্রত্যন্ত অঞ্চলে নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।
নেটওয়ার্ক বিস্তারের পাশাপাশি গ্রাহক সেবা নিশ্চিত করতেও কাজ করবে টেলিটক। এ জন্য আগামী জানুয়ারির মধ্যে ২০টি গ্রাহক সেবাকেন্দ্র চালু হচ্ছে।
অনুষ্ঠানে দুটি ডাটা কার্ড সেবারও উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এগুলো হলো- ৯ টাকায় ৫০ মেগাবাইট, ১৯ টাকায় ১২৫ মেগাবাইট।
এই সংক্রান্ত আরো সংবাদ
পররাষ্ট্র মন্ত্রণালয়: চিন্ময় দাসকে নিয়ে ভারতের বিবৃতিতে ভুল তথ্য ছড়ানো হচ্ছে
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীকবিস্তারিত পড়ুন
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন