‘দুই বছরের মধ্যে গতি আসবে টেলিটকে’
সারাদেশের প্রত্যন্ত এলাকায় সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এই নেটওয়ার্ক সম্প্রসারণে ব্যয় হবে সাড়ে চার হাজার কোটি টাকা।
সকালে রাজধানীর গুলশানে টেলিটকের নতুন কাস্টমার কেয়ার সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা জানান।
২০০৫ সালে দেশে কার্যক্রম শুরু করে সরকারি খাতের এই মোবাইল ফোন কোম্পানি। এটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কোম্পানিও করা হয়। তবে ১১ বছরেও কোম্পানিটি তেমন সুবিধা করতে পারেনি।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর থেকেই টেলিটকের ব্যবস্থাপনাকে আরও কার্যকর করে মূল প্রতিযোগিতায় কোম্পানিটিকে নিয়ে আসার কথা বলছেন। প্রতিমন্ত্রী জানান, টেলিটকের জন্য একনেক ৬১০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে।
তারানা হালিম বলেন, নিজ অর্থায়নে ৭০০ কোটি টাকার একটি প্রকল্প শুরু হয়েছে। তিন হাজার কোটি টাকার আরও একটি প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। এই প্রকল্প শেষ হলে প্রত্যন্ত অঞ্চলে নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।
নেটওয়ার্ক বিস্তারের পাশাপাশি গ্রাহক সেবা নিশ্চিত করতেও কাজ করবে টেলিটক। এ জন্য আগামী জানুয়ারির মধ্যে ২০টি গ্রাহক সেবাকেন্দ্র চালু হচ্ছে।
অনুষ্ঠানে দুটি ডাটা কার্ড সেবারও উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এগুলো হলো- ৯ টাকায় ৫০ মেগাবাইট, ১৯ টাকায় ১২৫ মেগাবাইট।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন