দুই বছরে একই পরিবারের তিনজনের আত্মহত্যা!
পারিবারিক কলোহের জেরে গত দুই বছরে একই পরিবারের তিনজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এরমধ্যে গতরাতে গলায় ফাঁস দিয়ে পিয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। তিনি ৬ সন্তান মা। ইতিপূর্বে তার এক ছেলে ও এক মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়ে ছিলেন।
সবশেষ আজ শনিবার (১৮ জুন) সকালে পিয়ারা বেগমের মরদেহ মঠবাড়িয়া থানা পুলিশ উপজেলার নাপিতখালী গ্রাম থেকে উদ্ধার করেছে। তিনি ওই গ্রামের মো. ফুল মিয়া হাওলাদারের স্ত্রী।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, শুক্রবার বিকেলে ওই বৃদ্ধার সঙ্গে পুত্রবধূর কথা কাটাকাটি হয়। এরপর অভিমান করে বৃদ্ধা পিয়ারা বেগম ঘরে থাকা পোকা দমনের ঔষধ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সন্ধ্যায় পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে স্থানীয় মিরুখালী বাজারে তার মুত্যৃ হয়। পুলিশ খবর পেয়ে শনিবার সকালে নাপিতখালী গ্রাম থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য বৃদ্ধার লাশ পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানান, ২০১৪ সালে পিয়ারা বেগমের ছেলে মাদ্রাসা ছাত্র মো. জালাল স্থানীয় দক্ষিণ মিরুখালী হাফেজি এতিমখানার মসজিদে থেকে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ২০১৫ সালে উপজেলার ফুলঝুড়ি গ্রামে স্বামীর বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মৃত পিয়ারাা বেগমের মেয়ে সালমা (২৮)।
তবে মসজিদে গলায় ফাঁস লাগানো পিয়ারা বেগমের ছেলে মো. জালালের মৃত্যুর কারণ আজও উদঘাটন করা না গেলেও মেয়ে সালমা স্বামীর নির্যাতনে অতিষ্ট হয়ে সে আত্মহত্যা করেছিল বলে জানা গেছে। একই পরিবারে একের পর এক আত্মহত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিরাজগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল স্কুলের নৈশ প্রহরী
সিরাজগঞ্জের কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলেরবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে চাঁই বিক্রি করে স্বাবলম্বী অনেক পরিবার, রয়েছে স্বল্প সুদে ঋণ সুবিধার অভাব
এম. ডি. ইউসুফ, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের স্বরূপকাঠীতে বাঁশ দিয়ে তৈরীবিস্তারিত পড়ুন
বখাটে ছেলে রুবেলকে পরকিয়া প্রেমিক ও বন্ধু সহ গনধোলাই দিয়েছে স্থানীয় জনতা
স্বরুপকাঠি (পিরোজপুর) প্রতিনিধিঃ উপজেলার বলদিয়া ইউনিয়নের ডুবী গ্রামের আবুল কালামেরবিস্তারিত পড়ুন