দুই বছর পর শুরু হলো ‘বিধ্বস্ত’

গতকাল থেকে এফডিসিতে আবারও শুরু হয়েছে ‘বিধ্বস্ত’ ছবির শুটিং। ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন কাজী হায়াৎ। ছবিটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান বাবু। এই শুটিংয়ের মধ্যে দিয়ে ছবির সিক্যুয়েন্সের শুটিং শেষ হবে বলে জানিয়েছেন পরিচালক। ২০১৫ সালের গোড়ার দিকে ছবির কাজ শুরু হয়েছিল, মাঝে দীর্ঘ বিরতির পর আবারও ছবির শুটিং শুরু হয়েছে। এই ছবিতে জুটি বেধে অভিনয় করছেন মারুফ ও পুষ্পিতা পপি।
এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘প্রযোজকের সমস্যার কারণে ছবির কাজ কিছু দিন বন্ধ ছিল। এবার আমরা টানা কাজটি শেষ করব।
গতকাল থেকে আমরা কাজ করছি। আশা করি আগামীকাল ছবির কাজ শেষ করব। এ ছাড়া আরেকটি আইটেম গানের শুটিং আছে, এটি যেকোনো দিন করে ফেলতে পারব।
পুষ্পিতা পপি বলেন, ‘মারুফ ভাইয়ের সঙ্গে আগে আমার কাজ করা হয়নি। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো তাঁর সঙ্গে কাজ করছি। ছবির গল্পটা অনেক বাস্তবসম্মত। আমার চরিত্রটাও খুব সুন্দর। বিলেতফেরত মেয়ের চরিত্রে আমি অভিনয় করছি। আশা করি সবার কাছে ছবিটি ভালো লাগবে।’
কাজী মারুফ বলেন, ‘আসলে বাংলাদেশের সবখানেই সমস্যা, আমি এর আগে এমন অনেক ছবিতেই অভিনয় করেছি যেখানে বাংলাদেশের সমস্যা উঠে এসেছে। এবার এই ছবির মাধ্যমে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের বেশ কিছু সমস্যা উঠে আসবে। আমি মনে করি এ ধরনের ছবি শুধু বিনোদন নয়, দেশের উপকারে আসবে।’
কাজী মারুফ, পুষ্পিতা পপি ও অরিন ছাড়াও ছবিতে দেখা যাবে চিত্রনায়ক রুবেল, অমিত হাসান, কাজী হায়াৎসহ আরো অনেককে। ছবিতে গান থাকবে মোট পাঁচটি, যার একটি আইটেম গান হবে। গানগুলোতে কণ্ঠ দেবেন পড়শী, আরেফিন রুমি, মনির খান ও বেবি নাজনিন।
পুষ্পিতা পপি অভিনীত এ পর্যন্ত দুটি ছবি মুক্তি পেয়েছে। ছবি দুটির নাম হচ্ছে ‘কখনো ভুলে যেও না’ এবং ‘আগে যদি জানতাম তু্ই হবি পর’। এ ছাড়া ‘প্রেম হতেই পারে’, ‘তোমাকে ভালোবেসে আমি দিওয়ানা’, ‘প্রেমের বিয়ে’, ‘আমার আত্মা তুমি’ ও ‘মিশন কক্সবাজার’ নামের ছবিগুলোতে কাজ করেছেন পুষ্পিতা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন