দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১২

রংপুরের তারাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জন। আহত হয়েছেন আরো অনেকে যাত্রী।
আজ বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রংপুরের পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাক জানান, সকালে ইকরচালি এলাকায় সিলেট থেকে সাইমন এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা তৃপ্তি এন্টারপ্রাইজের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন। দুর্ঘটনায় অন্তত ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন বলে জানান পুলিশ সুপার।
দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালান।
রংপুর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত যাত্রীদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান আরো চারজন। বাকি যাত্রীরা তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন