দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১২
রংপুরের তারাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জন। আহত হয়েছেন আরো অনেকে যাত্রী।
আজ বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রংপুরের পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাক জানান, সকালে ইকরচালি এলাকায় সিলেট থেকে সাইমন এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা তৃপ্তি এন্টারপ্রাইজের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন। দুর্ঘটনায় অন্তত ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন বলে জানান পুলিশ সুপার।
দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালান।
রংপুর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত যাত্রীদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান আরো চারজন। বাকি যাত্রীরা তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন