দুই মন্ত্রীর শাস্তি দাবী খন্দকার মাহবুবের

প্রধান বিচারপতি ও মীর কাশেম আলীর রায় নিয়ে সরকারের দুই মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে বিচার বিভাগের ভার্বমূতি রক্ষায় আদালত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনে রোববার এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
খন্দকার মাহবুব বলেন, সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে খেয়াল খুশিমতো ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে। দুই মন্ত্রীর বক্তব্য সর্বোচ্চ ন্যায়বিচারের ক্ষেত্রে আঘাত ছিল। এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বিচার বিভাগকে অবজ্ঞা ও অবমাননা করার শামিল।
তিনি বলেন, আমরা আশা করি সর্বোচ্চ আদালত বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষায় অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। ব্যবস্থা গ্রহণ করা না হলে দেশবাসীও মনে করবে সুপ্রিম কোর্ট ক্ষমতাসীন সরকারের রক্তচক্ষু দেখে ভীত-সন্ত্রস্ত।
খন্দকার মাহবুব অভিযোগ করেন, সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণের জন্য পায়তারা করছে। মীর কাসেম আলীর মামলা নিয়ে দুই মন্ত্রীর বক্তব্য সেটাকে আরো স্পষ্ট করে দিয়েছে।
তিনি আরো বলেন, যেহেতু সংবিধান অনুযায়ী বিচার বিভাগ স্বাধীন এবং প্রধান বিচারপতি বার বার এটা উচ্চারণ করে যাচ্ছেন। সে ক্ষেত্রে এরূপ ঔদ্ধত্বপূর্ণ বক্তব্য বিচার বিভাগকে সম্পূর্নভাবে অবজ্ঞা ও অবমাননা করার সামিল। এক প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, ‘দুই মন্ত্রী সংবিধান লংঙ্ঘন করেছেন।’
সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের পরিচালনায় সংবাদ সম্মেলনে বারের সহ সম্পাদক মাজেদুর রহমান পাটোয়ারী উজ্জল, সদস্য অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ উপস্থিত ছিলেন
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন