দুই মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে স্ত্রী, ইমামের কারাদণ্ড
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ এবং প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার অপরাধে স্থানীয় এক মসজিদের ইমামকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ইমামের নাম মো. জোবায়ের হোসেন (৩৬)। আজ শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার এ দণ্ডাদেশ দেন।
স্থানীয়ভাবে আলোচিত এ দণ্ডের বিষয়ে কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম অনলাইনকে জানান, এলাকার নাসু মার্কেট বাইতুল আমান জামে মসজিদে অনেকদিন ধরেই ইমামতি করছিলেন জোবায়ের হোসেন। ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নিজ বাড়িতে তাঁর স্ত্রী ও দুই মেয়ে আছে বলে এলাকার সবাই জানত।
কিন্তু এক মাস আগে হঠাৎ করেই কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ১৫ বছরের এক কিশোরীকে তিনি বিয়ে করেন। তাঁর দ্বিতীয় স্ত্রী নবম শ্রেণিতে পড়ে। স্থানীয়রা তাঁকে প্রথম স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করলে তাঁকে তালাক দেওয়া হয়েছে বলে জানান জোবায়ের। এদিকে দ্বিতীয় স্ত্রীর কাছেও প্রথম বিয়ের কথা গোপন রেখেছিলেন তিনি। কিন্তু এই বিষয়টি এলাকাবাসী বুঝতেই পারেনি। কারণ জোবায়ের তাঁর দ্বিতীয় স্ত্রীকে এলাকার কারো সঙ্গেই মিশতে দিতেন না।
চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম বলেন, ‘শনিবার সকালে প্রথম স্ত্রী দুই মেয়েকে নিয়ে কালীগঞ্জে চলে এলে বিয়য়টি জানাজানি হয়ে যায়। পরে স্থানীয় মুরব্বিরা বিষয়টি আমাকে জানালে আমি বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানাই। পরে শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ইমামকে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে এবং প্রতারণার মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে বিয়ে করার অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা আর্থিক জরিমানা করেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী খুন, গ্রেফতার ৩
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে পোশাক শ্রমিক জিয়াউর রহমানবিস্তারিত পড়ুন
মা প্রবাসে থাকার সুযোগে প্রতিরাতে সৎ শিশুকন্যার উপর নিপীড়নকারী এক লম্পট পিতা গ্রেফতার
মা প্রবাসে থাকার সুবাদে ১১ বছরের শিশু কন্যাকে অব্যহতভাবে রাতেরবিস্তারিত পড়ুন