দুই ম্যাচ হাতে রেখেই শেষ ১৬তে যেসব দল
চলতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শেষ হতে এখনও প্রতিটি দলের দুটি করে ম্যাচ খেলতে হবে। নভেম্বরের শেষে আর ডিসেম্বরের শুরুর সপ্তাহে হবে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলি। তবে এরই মধ্যে বেশ কয়েকটি দল নক-আউট পর্ব নিশ্চিত করে ফেলেছে। গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ না পারলেও এই গ্রুপ থেকে ইতিমধ্যেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে স্পোর্টিংকে ১-০ গোলে হারানো বরুসিয়া ডর্টমুন্ড।
‘ডি’ গ্রুপে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ১২, বায়ার্ন মিউনিখের ৯। পিএসভি ও রোস্তভের পয়েন্ট ১ করে। ফলে শেষ দুটি ম্যাচ এই দুই দল জিতলেও তাদের পয়েন্ট হবে ৭। অর্থাৎ অ্যাটলেটিকো আর বায়ার্নের শেষ ষোলো নিশ্চিত।
‘এ’ গ্রুপের ছবিটাও একই রকম। আর্সেনাল ও পিএসজির পয়েন্ট ১০। শেষ দুই ম্যাচ হারলেও তাদের ক্ষতি নেই।
অর্থাৎ পাঁচটি দলই এখন পর্যন্ত শেষ ১৬ নিশ্চিত করেছে। তারা হল বরুসিয়া ডর্টমুন্ড, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও পিএসজি।
আট গ্রুপের সেরা দুই দলকে নিয়ে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ড্র। প্রথম লেগের খেলাগুলো হবে ১৪ ও ১৫ ফেব্রুয়ারি। ফিরতি লেগের খেলা ২১ ও ২২ ফেব্রুয়ারি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন