দুই রানে দুই উইকেট সাকিবের
বেশ ভালো ফর্মেই আছেন সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের গত ম্যাচে দলকে জয় এনে দিয়েছিলেন ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলে। একদিন পর জ্যামাইকা তালাওয়াস আরো একটি জয় পেয়েছে সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে। সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টের বিপক্ষে জ্যামাইকা জিতেছে ১০৮ রানের বিশাল ব্যবধানে।
সাকিবের বোলিং ফিগারটাও হয়েছে দেখার মতো। দুই ওভার বল করে মাত্র দুই রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সেইন্ট কিটসের ইনিংস গুটিয়ে গেছে মাত্র ৭৫ রানে। এর আগে ছয় নম্বরে ব্যাট করতে নেমে পাঁচটি চার ও একটি ছয় মেরে মাত্র ১৭ বলে ৩৪ রানের ইনিংস খেলেছিলেন সাকিব।
দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েও অবশ্য ম্যাচসেরার পুরস্কারটা হাতে তুলতে পারেননি সাকিব। ৪৭ বলে ৬৫ রানের ইনিংস খেলে সেটি জিতেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।
১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দাঁড়াতেই পারেননি সেইন্ট কিটসের ব্যাটসম্যানরা। প্রথম তিন ওভারের মধ্যেই লেন্ডল সিমন্স ও ফাফ দু প্লেসিকে সাজঘরে পাঠিয়েছিলেন আন্দ্রে রাসেল। নবম ওভারে দুর্দান্ত বোলিং করে তিনটি উইকেট নিয়েছিলেন কেসরিক উইলিয়ামস। ৫৩ রানেই পাঁচ উইকেট হারানোর পর হার নিশ্চিতই হয়ে গিয়েছিল সেইন্ট কিটসের। পরে সাকিব ও ডেইল স্টেইন তুলে নিয়েছেন দুটি করে উইকেট। ১৫.৫ ওভার ব্যাটিং করেই ৭৫ রানে গুটিয়ে গেছে সেইন্ট কিটসের ইনিংস।
টানা দুটি জয় দিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী রাউন্ডও প্রায় নিশ্চিত করে ফেলেছে সাকিবের দল জ্যামাইকা তালাওয়াস। ছয় ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন