দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন মা : পুলিশ

রাজধানীর উত্তর বাসাবোয় নিজের বাসায় দুই শিশুকে গলা কেটে হত্যার দায় তাদের মা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার ভোরে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানজিন রহমান এই দায় স্বীকার করেন বলে নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ওসি মো. আব্দুল কুদ্দুস ফকির। শনিবার ভোর ৪টার দিকে শিশুদের মা তানজিনা রহমানকে সুবজবাগ এলাকা থেকে আটক করা হয় বলে জানায় পুলিশ। এর আগে শনিবার ভোরে দুই শিশুকে হত্যার ঘটনায় বাদী হয়ে সবুজবাগ থানায় মামলা দায়ের করেন শিশুদের বাবা মাহবুব রহমান। তানজিনাকে ওই মামলায় আসামি করা হয়েছে। তবে হত্যার সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে শুক্রবার রাত ৯টার দিকে উত্তর বাসাবোর ওই বাসা থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদের বাবা সবুজবাগ থানায় একটি মামলা করেন। নিহতরা হলো মাশরাফি বিন মাহবুব আবরার (৭) ও হুমায়রা বিনতে মাহবুব তাকিয়া (৬)। আবরার স্থানীয় বাগিমা মাদ্রাসায় হাফেজি এবং তাকিয়া দিপশিখা স্কুলে গত বছর ভর্তি হয়েছিল।
এর আগে শুক্রবার রাত ১০টার দিকে উত্তর বাসাবো কমিউনিটি সেন্টারের পাশের একটি সাততলা ভবনের ছাদের বাসা থেকে দুই ভাই-বোনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। সেই সময় ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান সাংবাদিকদের বলেন, ঘটনার পর থেকে ওই শিশুদের মাকে পাওয়া যাচ্ছে না।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন