দুই সেরা কুশাল ও তাসকিন

শ্রীলংকায় টেস্ট সিরিজ ১-১ হওয়ার পর ওয়ানডে সিরিজও একই ব্যবধানে অমীমাংসিত। দুটি সিরিজেই কোনো দল এককভাবে ট্রফি জিততে পারেনি। শেষ টেস্ট ও সিরিজের সেরা খেলোয়াড় হয়েছিলেন বাংলাদেশের তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
ব্যক্তিগত পারফরম্যান্সে এগিয়ে ছিল টাইগাররাই। ওয়ানডে সিরিজে উল্টো। সিরিজসেরা হলেন থিসারা পেরেরা এবং শেষ ম্যাচের সেরা কুশাল মেন্ডিস। ওয়ানডে সিরিজে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি এক রেটিং পয়েন্ট অর্জন।
এছাড়া টেস্টের পর মেহেদী হাসান মিরাজ ওডিআইতেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাটিং পারফরম্যান্সে শীর্ষে লংকান দলের কুশাল মেন্ডিস। আর বোলিং পারফরম্যান্সে সমান ছয়টি করে উইকেট নিয়ে সবার উপরে বাংলাদেশের তাসকিন আহমেদ, মাশরাফি মুর্তজা ও সাকিব আল হাসান।
সিরিজ শুরুর আগে ওয়ানডেতে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯১। শ্রীলংকার ৯৮। সিরিজে দু’দলই একটি করে ম্যাচ জিতে বাংলাদেশ এক রেটিং পয়েন্ট পেয়েছে। বাংলাদেশের প্রথম ম্যাচ জয়ের পরই র্যাংকিংয়ে সাতে থাকা নিশ্চিত হয়ে যায়। সিরিজ টাইগাররা ৩-০-তে জিতলে ছয়ে উঠতে পারত। দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় এবং শেষ ম্যাচে বাংলাদেশ হেরে যাওয়ায় সেটা সম্ভব হয়নি।
ওয়ানডে সিরিজের আগে আচমকা দলে ডাক পাওয়া মিরাজ সিরিজের একমাত্র বোলার হিসেবে তিন ম্যাচে পুরো ৩০ ওভার বোলিং করেছেন। তার ইকোনমি রেট সবচেয়ে কম। মাত্র ৪.৭৩। ওয়ানডে সিরিজে বাংলাদেশের বড় পাওয়া মিরাজ।
ওয়ানডে সিরিজে ব্যাটিংয়ে পার্থক্য গড়ে দিয়েছেন লংকান টপ-অর্ডার ব্যাটসম্যান কুশাল মেন্ডিস। পরিত্যক্ত ম্যাচে সেঞ্চুরি ও তৃতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। তিন ইনিংসে ৫৩.৩৩ গড়ে ১৬০ রান নিয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে মেন্ডিস।
পরের দুটি স্থান বাংলাদেশের দুই সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল (১৩১) ও সাকিব আল হাসানের (১২৬)। দু’জনই দুটি করে ইনিংসে ব্যাট করেছেন। তামিম প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেও তৃতীয় ওডিআইতে ব্যর্থ হয়েছেন। সাকিব দুটি ম্যাচেই করেছেন হাফ সেঞ্চুরি। সিরিজে পাঁচ ওভারের বেশি বোলিং করা বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দিয়েছেন মোস্তাফিজুর রহমান। তিনি ৬.৫৩ ইকোনমি রেটে রান দিয়ে পেয়েছেন ছয় উইকেট।
ছয়টি করে উইকেট রয়েছে তাসকিন আহমেদ ও মাশরাফিরও। তাসকিন ৫.৩৪ গড়ে রান দিয়ে সবার উপরে। সিরিজে চারটি করে উইকেট নিয়েছেন কুলাসেকারা, সুরাঙ্গা লাকমাল ও মেহেদী হাসান মিরাজ। দিনেশ চান্দিমাল চারটি এবং মুশফিকুর রহিম দুটি ডিসমিসাল করেছেন। সবচেয়ে বেশি পাঁচটি ক্যাচ মাহমুদউল্লাহর।
সেরা পাঁচ ব্যাটসম্যান
ব্যাটসম্যান ইনিংস রান গড় ৫০/১০০
কুশাল মেন্ডিস (শ্রীলংকা) ৩ ১৬০ ৫৩.৩৩ ১/১
তামিম ইকবাল (বাংলাদেশ) ২ ১৩১ ৬৫.৫০ ০/১
সাকিব আল হাসান (বাংলাদেশ) ২ ১২৬ ৬৩.০০ ২/০
উপুল থারাঙ্গা (শ্রীলংকা) ৩ ১১৯ ৩৯.৬৬ ১/০
থিসারা পেরেরা (শ্রীলংকা) ৩ ১১৬ ৩৮.৬৬ ২/০
সেরা পাঁচ বোলার
বোলার ইনিংস উইকেট সেরা ইকোনমি
তাসকিন আহমেদ (বাংলাদেশ) ৩ ৬ ৪/৪৭ ৫.৩৪
মাশরাফি মুতর্জা (বাংলাদেশ) ৩ ৬ ৩/৬৫ ৫.৭৪
মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ৩ ৬ ৩/৫৬ ৬.৫৩
নুয়ান কুলাসেকারা (শ্রীলংকা) ১ ৪ ৪/৩৭ ৪.৯৩
সুরাঙ্গা লাকমাল (শ্রীলংকা) ২ ৪ ২/৩৮ ৫.১৮
(বাংলাদেশের মেহেদী হাসান মিরাজও তিন ইনিংসে চার উইকেট নিয়েছেন)
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন