দুদকের অভিযানে ২ সেনা কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭

সেনাবাহিনীর অর্থ নিয়ন্ত্রক কার্যালয়ের ২ কর্মকর্তাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তারকৃতরা সবাই দুর্নীতির অভিযোগে করা পৃথক মামলার আসামি।
রোববার ও সোমবার দুই দিনে দুদকের অভিযানে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া ও টাঙ্গাইলের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইলের সখিপুর সেনাবাহিনীর অর্থ নিয়ন্ত্রকের কার্যালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শাহ জামাল, একই অফিসের হিসাবরক্ষণ কর্মকর্তা সার্জেন্ট (অব:) রফিক মিয়া, কুমিল্লার লাকসামের সাবেক সাব-রেজিস্ট্রার মো. আবু তালেম মিয়া, চুয়াডাংগার জনৈক মো. আহছানুল হক, মো. ফকরুল আলম, মো. খলিলুর রহমান এবং টাঙ্গাইলের মো. মাহমুদুন্নবী।
দুদক সূত্র জানায়, মো. শাহ জামাল সেনাবাহিনীর অর্থ নিয়ন্ত্রকের কার্যালয়ের সুপার (পে-১ সেকশন) থাকাকালীন সময়ে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে সরকারের ৯০ লাখ টাকা আত্মসাৎ করেন। দুদকের অনুসন্ধানে তা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে গত বছরের ২১ সেপ্টেম্বর ও ২৪ নভেম্বর ক্যান্টনমেন্ট থানায় দুটি মামলা করা হয়। এই দুই মামলার আসামি হিসেবে গতকাল রোববার তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভুয়া টিএ বিল তৈরি করে ৩৬ লাখ ৭১ হাজার ১৮০ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার আসামি সার্জেন্ট (অব:) রফিক মিয়া। সাবেক এই সেনা কর্মকর্তাকে গত বছরের ২৪ নভেম্বর ক্যান্টনমেন্ট থানায় করা মামলার আসামি একই দিনে গ্রেপ্তার করা হয়।
এছাড়া ২৭ লাখ ৬২ হাজার ৮২০ টাকার রাজস্ব ক্ষতিসাধনের অভিযোগে আছে সাবেক সাব-রেজিস্ট্রার মো. আবু তালেম মিয়ার বিরুদ্ধে। একইভাবে বাকি আসামিদেরকে বিভিন্ন প্রকার দুর্নীতির অভিযোগে করা মামলার আসামি হিসেবে আজকে দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের উপপরিচালক মো. আবুবকর সিদ্দিক, কুমিল্লা সজেকার সহকারী পরিচালক মো. হাফিজুল ইসলাম, টাঙ্গাইল সজেকার সহকারী পরিচালক মো. আমির হোসেন এবং কুষ্টিয়ার উপসহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এসব পৃথক অভিযানের নেতৃত্ব দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন