দুদকের কমিশনার নিয়োগে বাছাই কমিটি গঠন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দু’জন কমিশনার নিয়োগে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করেছে সরকার। সোমবার আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে সভাপতি করে এ কমিটি গঠনের আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান ও কমিশনার মো. শাহাবুদ্দিনের মেয়াদ মার্চে শেষ হচ্ছে। নিয়ম অনুযায়ী, প্রথমে কমিশনার নিয়োগ দেওয়া হয়, পরে কমিশনারদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ দেন রাষ্ট্রপতি।
দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী, কমিশন তিনজন কমিশনারের সমন্বয়ে গঠিত হয়। তাদের মধ্য থেকে রাষ্ট্রপতি একজনকে চেয়ারম্যান নিয়োগ করেন। কমিশনারদের মেয়াদ পাঁচ বছর।
বাছাই কমিটির অন্য সদস্যরা হলেন— হাইকোর্টের বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ইকরাম আহমেদ এবং সর্বশেষ অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিবের আগের মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ।
আদেশে বলা হয়েছে, বাছাই কমিটি কমিশনার নিয়োগে সুপারিশ দিতে কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে দু’জন ব্যক্তির নামের তালিকা করে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন।
সে অনুযায়ী দু’জন কমিশনার নিয়োগে বাছাই কমিটি চারজনের নামের তালিকা করবে।
কমপক্ষে চার সদস্যের উপস্থিতিতে বাছাই কমিটির কোরাম গঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ বাছাই কমিটির কার্য-সম্পাদনে সাচিবিক সহায়তা দেবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন