দুদকের টিমও দুর্নীতিতে জড়িত : দুদক কমিশনার
দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সেবা সংস্থায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা প্রাতিষ্ঠানিক টিমও প্রতিষ্ঠানগুলোতে গিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন দুদক কমিশনার সাহাব উদ্দিন।
বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক বিষয়ে দুদকের গণশুনানিতে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
সাহাব উদ্দিন বলেন, ‘ভূমি রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস, স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সব অফিস, শিক্ষা, বিটিআরসি, সিটি করপোরেশন, পূর্ত মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন সংস্থায় দুর্নীতি হয়। প্রতিনিয়ত এসব সংস্থায় মানুষ হয়রানির শিকার হন। কেন হন, কীভাবে হয় তা আমরা সবাই জানি। এতকিছু জানার পরও আমাদের মানসিকতার পরিবর্তন হয় না।’
তিনি বলেন, ‘দুর্নীতি রোধে এসব সংস্থায় আমরা দুদকের টিম বসিয়েছিলাম। তাতে কাজ হচ্ছে না। এই টিমও সেখানে গিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। যেহেতু দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমই আমাদের ম্যান্ডেড (লক্ষ্য), সেজন্য আমরা গণশুনানির আয়োজন করছি। ইতোমধ্যে ৫টি প্রতিষ্ঠানে এ বিষয়ে শুনানিও হয়েছে।’
কমিশনার বলেন, ‘আমরা অতীতকে ভুলে গিয়ে সামনে এগিয়ে যাবো। সরকারি প্রতিষ্ঠান হিসেবে আমাদের কিছুটা সীমাবদ্ধতা আছে। এরপরও আমরা এগিয়ে যাবো।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এতে বক্তব্য দেন দুদক চেয়ারম্যান বদিউজ্জামান, কমিশনার নাসির উদ্দিন আহমেদ, দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
উপদেষ্টা মাহফুজ: সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করুন
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,“গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থেবিস্তারিত পড়ুন
বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্টে হারলো বাংলাদেশ
চতুর্থ দিনেই অ্যান্টিগা টেস্টের ফল কোন দিকে গড়াচ্ছে, তা নির্ধারণবিস্তারিত পড়ুন
কিশোরগঞ্জে মা-বাবা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন