দুদকের নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে সংস্থাটির কমিশনার পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা জজ এ এফ এম আমিনুল ইসলাম।
আজ বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাকসুদুর রহমান পাটওয়ারী এ তথ্য জানান।
আগামী ১৩ মার্চ মেয়াদশেষে অবসরে যাচ্ছেন দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান। একই দিনে মেয়াদ শেষ হচ্ছে দুদকের কমিশনার মো. শাহাবুদ্দিন চুপ্পুরও।
মাকছুদুর রহমান জানান, দুটি পদে নিয়োগের জন্য গত ২ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশক্রমে এই নিয়োগপ্রক্রিয়া চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ।
এ নিয়োগের মাধ্যমে বর্তমানে দুদকে কমিশনার হিসেবে দায়িত্ব পালনরত নাসিরউদ্দীন আহমেদসহ তিন সদস্যের কমিশন পুনর্গঠিত হলো।
দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী, কমিশন তিনজন কমিশনারের সমন্বয়ে গঠিত হয়। তাঁদের মধ্য থেকে রাষ্ট্রপতি একজনকে চেয়ারম্যান নিয়োগ করেন। কমিশনারদের মেয়াদ পাঁচ বছর।
ইকবাল মাহমুদ জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ২৯ নভেম্বর তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। তিনি এর আগে এশীয় উন্নয়ন ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবেও কাজ করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
উপদেষ্টা মাহফুজ: সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করুন
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,“গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থেবিস্তারিত পড়ুন
বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্টে হারলো বাংলাদেশ
চতুর্থ দিনেই অ্যান্টিগা টেস্টের ফল কোন দিকে গড়াচ্ছে, তা নির্ধারণবিস্তারিত পড়ুন
কিশোরগঞ্জে মা-বাবা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন