দুদক কমিশনারদের জবাবদিহিতায় হাইকোর্টের রায় বহাল
দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনারদের জবাবদিহিতায় হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ রোববার আদেশে বলেন ‘নো অর্ডার’ অর্থাৎ হাইকোর্টের দেয়া রায় বহাল।বিষয়টি জানিয়েছেন রিটকারীর আইনজীবী।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানী করেন আইনজীবী কামাল হোসেন। পরে তিনি আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ‘এই আদেশের ফলে এখন হাই কোর্টের রায়ই বহাল থাকল।’
দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। আর দুদক কমিশনারের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
আপিল বিভাগের এ আদেশের পর খুরশীদ আলম বলেন সাংবাদিকদের বলেন, আমরা এ রায়ের কপি হাতে পাওয়ার পর নিয়মিত ‘লিভ টু আপিল’ দায়ের করব।”
২০০৪ সালর দুর্নীতি দমন কমিশন আইনের ১২ (২) ধারায় বলা হয়, “চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে অন্যান্য কমিশনারগণ তাহাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং সেইরূপ দায়িত্ব পালনের ক্ষেত্রে চেয়ারম্যানের নিকট কমিশনারগণের জবাবদিহিতা থাকবে।”
জবাবদিহির বাধ্যবাধকতা সংক্রান্ত আইনের ১২(২) ধারা স্বাধীন দুর্নীতি দমন কমিশনের মৌলিক নীতি ও আইনের তিনটি ধারার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ঘোষণা করে তা বাতিল করা হয় রায়ে।
দুদক চেয়ারম্যান ওই রায় স্থগিত চেয়ে গত ২৩ নভেম্বর চেম্বার আদালতে গেলে বিচারপতি তা শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। সে আদেশের ধারাবাহিকতায় আজ রোববার বিষয়টি আপিল বিভাগের কার্যতালিকায় আসলে শুনানী করে আদালত এ আদেশ দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন