দুদিন পর দীপন হত্যার মামলা দায়ের
জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার দুই দিন পর শাহবাগ থানায় মামলা করা হয়েছে।
রোববার দীপনের স্ত্রী ডা. রাজিয়া সুলতানা বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন।
শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে রাজিয়া সুলতানা, প্রক্টর আমজাদ আলী, একজন দারোগা এবং দীপনের বাবা আবুল কাসেম ফজলুল হকের সামনে মামলাটি লেখা হয়। এরপর থানায় নিয়ে এসে তা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়ে আজ সোমবার থেকেই তদন্ত শুরু করা হবে। যদিও এর আগে থেকেই তদন্তকাজ করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর বিকেলে শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজের প্রকাশনা জাগৃতি কার্যালয়ে নৃশংসভাবে খুন হন ফয়সল আরেফিন দীপন। তার লাশ রোববার ময়নাতদন্তের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার পর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন