দু’পক্ষের মধ্যে গুলিতে সন্ত্রাসী মরা নিহত
যশোরে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গুলিতে হাফিজুর রহমান মরা (৩৫) গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।
বৃহস্পতিবার রাতে শহরের খোলাডাঙ্গা সার গোডাউন এলাকায় সন্ত্রাসীদের মধ্যে গুলি হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত মরার বিরুদ্ধে খুনসহ বিভিন্ন অপরাধে অনেক মামলা রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, দুই দল সন্ত্রাসীর মধ্যে গুলি-পাল্টাগুলি হচ্ছে- এমন সংবাদ পুলিশ মধ্যরাতে পায়। পরে পুলিশ ঘটনাস্থল খোলাডাঙ্গা এলাকায় অবস্থিত সার গোডাউনের উত্তর পাশে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পুলিশ সদস্যরা তাকে কুখ্যাত সন্ত্রাসী হাফিজুর রহমান মরা বলে শনাক্ত করে।
ঘটনাস্থল থেকে মরার লাশ ছাড়াও একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। নিহতের লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রয়েছে।
পুলিশ বলছে, হাফিজুর রহমান মরা শহরের ষষ্ঠিতলাপাড়ার কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক, বিস্ফোরক আইনে অন্তত এক ডজন মামলা রয়েছে। তিনি ষষ্ঠিতলাপাড়ার মৃত শফি মিয়ার ছেলে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন