দু’পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত অর্ধশতাধিক
সুনামগঞ্জের দিরাইয়ে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বাবা-ছেলেসহ ৩ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের কালিনগর গ্রামের হোসেন আহমদ ও মফিল আলী লন্ডনীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এছাড়া আহতদেরকে সিলেট ওসমানী মেডিক্যালে নেওয়ার পথে একজন মারা যান।
নিহতরা হলেন- হোসেন আহমদের পক্ষের আফিজ উল্ল্যা (৬০) ও তার ছেলে এরশাদ মিয়া (৩০), মফিল আলী লন্ডনীর পক্ষের আব্দুল হকের ছেলে নুর আহমদ(৩০)।
এছাড়া গুরুতর আহত জুয়েল মিয়া (২০), দুলাল মিয়া(৩২), আরশাদুল(৩০), সেজু মিয়া(৩০) ও এরশাদকে (৩০) আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের দিরাই স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে সুনামগঞ্জের এডিশনাল এসপি মোহাম্মদ আবদুল আজিজ ও সহকারি সিনিয়র পুলিশ সুপার দিরাই সার্কেল সুরত আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও গ্রামবাসী সুত্রে জানা গেছে, তিন দিন আগে কালীনগর গ্রামের সামছুন নুরের ছেলে নাহিদ একই গ্রামের নবাব উল্ল্যার ছেলে জুয়েল মিয়ার অটোরিক্সা থেকে ব্যাটারি ফেলে দিয়ে নষ্ট করে । এরপর অটোরিক্সার মালিক জুয়েল মিয়া নাহিদের বাবা সামছুননুর মিয়ার কাছে তার ব্যাটারির ক্ষতিপূরণ বাবদ ২০ হাজার টাকা দাবি করেন। এ নিয়ে বুধবার সকাল ৮টার দিকে গ্রামে পঞ্চায়েত বসে। একপর্যায়ে পঞ্চায়েত থেকে অটোরিক্সার মালিক জুয়েল বের হয়ে যান। এর জের ধরে দুপক্ষের লোকজন দেশীয় দাড়ালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ মোহাম্মদ আব্দুল আজিজ । তিনি জানান তুচ্ছ ঘটনায় এরকম সংঘর্ষ দুঃখজনক। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে ।
এই সংক্রান্ত আরো সংবাদ
বাঁধ নির্মাণ শুরু হয়নি হাওরে, নীতিমালা বদলালেও
সুনামগঞ্জে এক ফসলি বোরো ধান উৎপাদনসমৃদ্ধ হাওরগুলো রক্ষায় কাবিটার নতুনবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জে ‘খাদ্যে বিষক্রিয়ায়’ মা-ছেলের মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে দুপুরের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে শনিবার শিশুসহবিস্তারিত পড়ুন
সুন্দরগঞ্জে বজ্রপাতে ২ সন্তানের জননীর মৃত্যু
এল এন শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে বজ্রপাতে রাহেলা বেগমবিস্তারিত পড়ুন