দুপুরে আসছে শ্রীলঙ্কা, রাতে আসবে ভারত

চার দলের এশিয়া কাপের বাছাই পর্ব শুরু হয়েছে ১৭ ফেব্রুয়ারি। তবে আসল লড়াই ২৪ ফেব্রয়ারি থেকে।মিরপুরে এদিন বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপের জমজমাট লড়াই। মার্চে টি-২০ বিশ্বকাপ হওয়ায় এবারের এশিয়া কাপ হবে ২০ ওভার ফরমেটে।
এশিয়া কাপে অংশ নিতে আজ রাজধানীতে আসছে শ্রীলঙ্কা ও ভারত। দুপুরে পৌনে ২টায় ঢাকা পৌঁছাবে শ্রীলঙ্কা দল। আর রাত আটটার দিকে কলকাতা থেকে শাহজালাল বিমানবন্দরে নামবে মহেন্দ্র সিং ধোনির ভারত। কাল বিকালে ফতুল্লায় অনুশীলন করবে এ দুটি দল।
ভারত পাকিস্তান কাল আসলেও একটু দেরি করে আসছে পাকিস্তান। এশিয়া কাপে তাদের ম্যাচ প্রথম ম্যাচ ২৭ ফেব্রুয়ারি। যে কারণে বুধবার আসছে দলটি।
বাছাই পর্ব শেষ হবে ২২ ফেব্রুয়ারি। এখানকার চ্যাম্পিয়ন দল খেলবে মূল পর্বে। ৫ দল নিয়ে হবে মূল পর্ব। প্রতিটা দল এক অপরের সঙ্গে এবার করে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের সেরা দুটি দল ৬ মার্চ ফাইনালে অবতীর্ণ হবে। মূল পর্বের প্রতিটা ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
এদিকে এশিয়া কাপের জন্য পুরোপুরি প্রস্তুতি শুরু করে দিয়েছে মাশরাফি বাহিনী। গতকাল থেকে মিরপুরে শেষ প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে টাইগাররা।এরআগে খুলনা ও চট্রগ্রামে অনুশীলন ক্যাম্প শেষ করে বাংলাদেশ দল।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন