দুপুরে জেমস, বিকেলে আইয়ুব বাচ্চু
বৈশাখে মানেই নগর ব্যাপী জমজমাট কনসার্ট। শ্রোতাদের সঙ্গে বৈশাখের আনন্দ ভাগাভাগি করে নিতে আইয়ুব বাচ্চু থেকে জেমস, কোন তারকাই বাদ যান না এমন আয়োজন থেকে। দুপুর থেকে রাত পর্যন্ত চলে সেসব কনসার্ট। এবার পহেলা বৈশাখে তেমনই দুটি কনসার্টে দুপুর দেখা মিলবে নগর বাউল খ্যাত জমসের, আর বিকেলে রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর।
বরাবরের মতো এবারও পহেলা বৈশাখে ধানমন্ডির আবাহনী মাঠে রয়েছে তারকাবহুল এক কনসার্ট। এতে প্রধান আকর্ষণ ব্যান্ড এলআরবি। যার ভোকাল আইয়ুব বাচ্চু মঞ্চে উঠবেন শেষ বিকেলে। দুপুর ১২ থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ আয়োজন। এলআরবি’র পাশাপাশি কনসার্টে আরও অংশ নিবে ফিডব্যাক, দলছুট ও ‘ম্যাজিক বাউলিয়ানা’র সেরা শিল্পীদের নিয়ে গঠিত গানের দল ‘বাউল এক্সপ্রেস’। মাছরাঙা টেলিভিশনে পুরো আয়োজনটি সরাসরি প্রচার করবে।
পহেলা বৈশাখে ধানমন্ডির আবাহনী মাঠ ছাড়াও শেখ জামাল মাঠেও থাকছে ‘রাঙানো বৈশাখ’ নামের আয়োজন। এতে মূল আকর্ষণ নগর বাউল জেমস। শ্রোতাদের গান শোনাতে জেমস মঞ্চে উঠবেন বেলা ৩টায়। কনসার্টে আরও অংশ নিবেন আঁখি আলমগীর, টুনটুন বাউল, ফকির শাহাবুদ্দিন, রন্টি দাশ, দিঠি আনোয়ার, চম্পা বণিক, অনিমা রায়, প্রিয়াংকা গোপ, ইউসুফ আলী খান, মনির, শাহীন, নিরূপম, তানজিম ও ভাইকিংস ব্যান্ড। দিনব্যাপী এ অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি এতে থাকছে দেশীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন অনুষঙ্গ। এগুলো হলো লাঠি খেলা, বায়োস্কোপ, পাতা খেলা, বৈশাখী মেলা, বাদর নাচ প্রভৃতি।
অনুষ্ঠান শুরু হবে ভোর সাড়ে ৬টায়, চলবে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। এর আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। দিনব্যাপী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বৈশাখী টেলিভিশন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন