দু’বছরে প্রতিদিন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান
২০১৫-২০১৬তে পাকিস্তান প্রতিদিন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে৷ একটি আরটিআই-এর জবাবে গৃহমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় এই দু’বছরে প্রতিদিন অন্তত একবার হলেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান৷ আর তার ফলে শহিদ হন ২৩জন ভারতীয় জওয়ান৷ এও বলা হয়, জম্মু-কাশ্মীরে ২০১২-২০১৬তে বহু জঙ্গি হামলায় শহিদ হন ২৩৬ জওয়ান, প্রাণ হারায় ৯০ নাগরিক৷ প্রত্যুত্তরে নিয়ন্ত্রণ রেখায় খতম করা হয় ৫০৭জঙ্গিকে৷
আরটিআই-এর জবাবের ভিত্তিতে পাকিস্তান ২০১৬-তে এলওসি-তে ৪৪৯বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে, আবার তার আগে, ২০১৫-তে এই সংখ্যা ছিল ৪০৫৷ এদিকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিডি বক্সী জম্মু-কাশ্মীরের উদাহরণ তুলে বলেন, পাকিস্তান শান্তির কথা বললেও সে শান্তিতে বিশ্বাস করে না৷ তিনি আরও জানান জঙ্গিদমনে কোনও এলাকাকে সেনারা ঘিরে ফেললে, সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে স্থানীয় বাসিন্দাদের প্ররোচনা দেওয়ার কাজও শুরু হয়ে যায়, যাতে সেনাদের কাজ সফল না হয়৷ আর এটাই এখন ট্রেন্ড৷
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন