দুবাইতে ইংল্যান্ডের কাছে হেরে গেলো বাংলাদেশ
ইংল্যান্ডের মূল দল এখন বাংলাদেশে। টাইগারদের বিপক্ষে তারা শুরু করেছে চট্টগ্রাম টেস্ট। বাংলাদেশের স্পিনারদের সামনে কোণঠাসা হয়ে পড়েছে। প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান করতে সক্ষম হয়েছে ইংলিশরা। তবে, বাংলাদেশের আরেকটি ক্রিকেট দল একই সময় সফর করছে ইংল্যান্ড। শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটাররা খেলতে গেলো আইসিসি কর্তৃক আয়োজিত ত্রি-দেশীয় টুর্নামেন্ট। সেখানে স্বাগতিক ইংল্যান্ডের কাছে তারা হেরে গেছে ৬ উইকেটের ব্যবধানে।
দুবাইতে অনুষ্ঠিত ওই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেটাররা। তবে খুব বেশি ভালো করতে পারেনি। ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়েই ১৩২ রান তুলেছিল তারা। জবাব দিতে নেমে ৭ বল বাকি থাকতেই সহজে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
এর আগে একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়ে তাদেরকে হারিয়েছিল বাংলাদেশের প্রতিবন্ধী গত বছর একই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে এই ইংল্যান্ডকেই হারিয়েছিল বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল। তবে বিদেশের মাটিতে গিয়ে আর পারলো না তারা।
প্রথম বলেই ওপেনার মনিরুজ্জামানের উইকেট হারায় বাংলাদেশ। এরপর কিছুটা ধরে খেলেছিলেন আরেক ওপেনার জাভেদ ও মিডল অর্ডার ব্যাটসম্যান রিয়াদুল ইসলাম। ২২ বলে ২৯ রান করেন জাভেদ, রিয়াদ অপরাজিত ছিলেন ৩২ বলে ৩২ করে।
জবাবে খেলতে নেমে ইংল্যান্ডও ৮ রানের মাথায় উইকেট হারা। তবে বাংলাদেশের বোলারদের আনন্দ সেখানেই শেষ। দ্বিতীয় উইকেটে লিয়াম টমাস আর গুডউইনের ৮৮ রানের জুটি ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। গুডউইন করেছেন ২৯ বলে ২৬। ৪৯ বলে ৬৩ রান করেন টমাস। দুটি ছক্কা ও ৭টি বাউন্ডারি মারেন তিনি। ম্যাচ সেরার পুরস্কারটাও পেয়েছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন