দুবাই কারাগারের বন্দিদশা থেকে ২৫ অপরাধীকে মুক্ত করলেন আফ্রিদি!
দুবাই কারাগারের বন্দিদশা থেকে ২৫ জন পাকিস্তানিকে মুক্ত করতে ২১ হাজার মার্কিন ডলার খরচ করছেন দেশটির সাবেক ক্রিকেট অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
মানবিকতার কারণেই এই টাকা দিতে রাজি হয়েছেন বলেও দাবি করেন তিনি।
দুবাই পুলিশ সূত্রে জানা যায়, ছোটখাটো অপরাধের কারণেই ওই ২৫ জন পাকিস্তানি দুবাইয়ে জেল খাটছেন। চেক বাউন্সের কারণেই তাদের জেলে যেতে হয়েছে।
জেনারেল ডিরেক্টরেট অফ হিউম্যান রাইটসের ডিরেক্টর জেনারেল মহম্মদ আল মুর জানিয়েছেন, শহীদ আফ্রিদি এটা শোনার পরেই তার দেশের নাগরিক ওই ২৫ জনকে ছাড়াতে উদ্যোগী হন। এ জন্য আর্থিক জরিমানার ৮০ হাজার দিরহাম (২১ হাজার মার্কিন ডলার) তিনি নিজের পকেট থেকেই দিচ্ছেন।
দুবাই পুলিশ জানিয়েছে, আরও অনেক পাকিস্তানি নানা অপরাধে জেল খাটছেন। তাদের ছাড়াতে পরবর্তী সময়ে আফ্রিদি আরও ২ লাখ দিরহাম দেবেন।
পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, আশাকরি জেলবন্দি ওই ২৫ পাকিস্তানি দেশে ফিরে নতুন জীবন শুরু করবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন