দুর্ঘটনাগ্রস্ত রুশ বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার
দুর্ঘটনাগ্রস্ত রুশ বিমান এ-৩২১-এর ব্ল্যাক বক্সের খোঁজ মিলল। মিশরের উত্তর সিনাইয়ে যেখানে রুশ বিমানটি ভেঙে পড়েছিল, সেখান থেকেই রবিবার ভোরে ওই বিমানের ব্ল্যাক বক্স পাওয়া গিয়েছে বলে জানান মিশরের প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল। তিনি জানান, ধ্বংসপ্রাপ্ত এ-৩২১ বিমানটির দুটি ব্ল্যাক বক্সই পাওয়া গিয়েছে। তবে সেগুলির ভিতরের কী অবস্থা, সেগুলি থেকে কোনও তথ্য পাওয়া যাবে কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত নন মিশর কর্তৃপক্ষ।
এ-৩২১ রুশ বিমানের দুর্ঘটনার কারণ নিয়ে এখনও সন্দিহান সকলে। এই বিমানটিতে কোনও যান্ত্রিক গোলযোগ ছিল না বলে আগেই দাবি জানিয়েছিল রাশিয়া। আবার এই দুর্ঘটনার পিছনে তাদের হাত রয়েছে বলে দায় স্বীকার করেছিল আইএসআই জঙ্গি সংগঠন। আইএসআই জঙ্গি সংগঠনের এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞ। কেননা মাটি থেকে অত উঁচু দিয়ে ওড়া বিমানটিকে জঙ্গিরা গুলি করে নামাতে পারবে বলে মনে করছেন না তাঁরা। তাই এই দুর্ঘটনার পিছনে সত্যিই জঙ্গিদের হাত রয়েছে নাকি অন্য কোনও কারণ রয়েছে, তার তদন্ত শুরু করেছে গোয়েন্দারা। বিমানাটির ব্ল্যাক বক্স হাতে পেয়ে যাওয়ায় এই তদন্ত আরও সহজ হল বলে তাঁরা মনে করছেন।
জানা গিয়েছে, শনিবার সারাম এল শেখের রেড সি রিসর্ট থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের দিকে যাত্রা শুরু করে রাশিয়ার কোগালিমাভিয়া এয়ারলাইন্সের এ৩২১ বিমান। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগে মাঝ আকাশেই ২২৪ জন যাত্রী নিয়ে উধাও হয়ে যায় বিমানটি। বিমানটির সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর বিমানটি মিশরের সিনাইয়ে ভেঙে পড়েছে বলে জানান সে দেশের প্রধানমন্ত্রী। এরপর শনিবার ভোররাতে ওই বিমানের ১০০ জন যাত্রীর দেহের খোঁজ পাওয়া যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন