দুর্ঘটনার জন্য চালকের পাশাপাশি যাত্রীরাও দায়ী : ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক দুর্ঘটনার জন্য চালকের পাশাপাশি যাত্রীরাও দায়ী। দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন হতে হবে।’
ঈদ উপলক্ষে ঢাকা ও এর আশপাশের সড়কের ১৬টি পয়েন্টে ১ হাজার রোভার স্কাউট নিযুক্ত করছে সরকার। এই স্বেচ্ছাসেবকরা সড়কের যানজট নিরসন ও যাত্রীদের বিভিন্ন বিষয় সহযোগিতা করবেন। শুক্রবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন সড়ক স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তৃতাকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বেচ্ছাসেবকদের কাজের মাধ্যমে কর্মদক্ষতা প্রমাণের আহ্বান জানান।
তিনি বলেন, ‘কথা কম কাজ বেশি, ভাষণ কম অ্যাকশন বেশি। আমি কাজে বিশ্বাসী। কাজের মাধ্যমে প্রমাণ হবে তোমাদের কর্মদক্ষতা।’ সেতুমন্ত্রী বলেন, ‘রোভার স্কাউটদের জন্য এটা প্রথম পরীক্ষা। তারা এটাতে সাফল্য হলে ঈদ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে তাদের কাজে লাগানো হবে। আমি এ বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কথা বলেছি।’
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটের সভাপতি আবুল কালাম আজাদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন
কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন
উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না
দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন