‘দুর্নীতির অভিযোগে কয়েকজন কারারক্ষী বরখাস্ত’

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কয়েকজন কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
এ বিষয়ে তিনি বলেন, ‘অনেককে বদলিও করা হয়েছে। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে অসাধু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
তিনি মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দি ও সাক্ষাৎ প্রার্থীদের জন্য নবনির্মিত দুটি শেড উদ্বোধনকালে এসব কথা বলেন। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানান, কারা ক্যান্টিনের লভ্যাংশের অর্থ দিয়ে এই দুটি শেড নির্মাণ করা হয়েছে। ডিআইজি প্রিজন ফজলুল হক, সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, জেলার নেছার আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
আইজি প্রিজন বলেন, ‘কারাগারের কাজ শুরুর আগে সীমানা প্রাচীর করা উচিত ছিল। কিন্তু তা না করেই কারাগার নির্মাণ করা হয়েছে।’ তিনি বলেন, ‘কারাগারের পূর্ব দিকটা সবচেয়ে বেশি অরক্ষিত। পিডব্লিউডিকে নিরাপত্তা প্রাচীর নির্মাণসহ বেশ কয়েকটি স্থাপনা নির্মাণের জন্য বারবার বলা হয়েছে।’ পিডব্লিউডির এই নির্মাণ কাজে আন্তরিকতার অভাব রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, গ্যাসের সংযোগ না থাকায় কারাগারে বন্দিদের জন্য সময়মত খাবার সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটছে। এজন্য এলপি গ্যাস প্লান্ট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। -বাসস।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন