শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুর্নীতির দায়ে বার্সার বিরুদ্ধে অভিযোগ

স্প্যানিশ রেফারি কমিটির সহ-সভাপতিকে ঘুষ দেওয়ার গুঞ্জন নিয়ে কিছুদিন আগেই বার্সেলোনার বিরুদ্ধে তৈরি হয়েছিল সমালোচনা। এবার আনুষ্ঠানিক ঘুষ দুর্নীতির অভিযোগ করা হয়েছে দলটির বিরুদ্ধে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্পেনের রেফারিদের টেকনিক্যাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন নেগরেইরা। ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তার প্রতিষ্ঠান “ডিএএসএনআইএল নাইন্টি ফাইভকে” বার্সেলোনা অর্থ দিয়েছে।

এতে বলা হয়, বার্সেলোনা ২০১৬ সালে ৫,৩২,৭২৮ ইউরো, ২০১৭ সালে ৫,৪১,৭৫২ ইউরো ও ২০১৮ সালে ৩,১৮,২০০ ইউরো দেয় ওই প্রতিষ্ঠানকে।

সম্প্রতি প্রতিষ্ঠানের কর নিরীক্ষণের পর তদন্ত শুরু হয়। এরপর নেগরেইরা ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করে প্রসিকিউটর কার্যালয়। এরপরই অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষের আনজীবীরা।

বার্সেলোনার একটি আদালতের শুনানিতে জানানো হয়, বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ, কর্মকর্তা স্যান্ড্রো রোসেল ও নেগরেইরাকে এতে অভিযুক্ত করা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুর্নীতি, বিশ্বাস লঙ্ঘন এবং মিথ্যা ব্যবসায়িক রেকর্ডের অভিযোগে আনা হয়েছে।

লা লিগার প্রধান নির্বাহী জাভিয়ের তেবাস ফেব্রুয়ারি মাসে বলেছিলেন, বর্তমান সভাপতি জোয়ান লাপোর্তা যদি অর্থ দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে না পারেন, তারও পদত্যাগ করা উচিত।

যদিও লাপোর্তা বলছেন, তার ক্লাব কখনও রেফারি কেনেনি।

তিনি বলেন, বার্সা কখনই রেফারি কেনেনি। বার্সার কখনই রেফারি কেনার ইচ্ছা ছিল না।

এর আগে সম্প্রতি মার্কিন সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়, বার্সার  ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মোট ১৩ মৌসুমে এনরিকেজকে ১৪ লাখ ইউরো দেয়।

অর্থ গ্রহণের সময় এনরিকেজ ছিলেন রেফারি কমিটির ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়ানো সানচেজের ডানহাত। ২০১৮ সালের মে মাসে মেয়াদ শেষ হয় সানচেজের।

এরপর আর বার্সার কাছ থেকে অর্থ পাননি এনরিকেজ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বার্সা রেফারিদের অর্থ দিলেও সেটিকে “টেকনিক্যাল পরামর্শের বিনিময়” বলে অ্যাখ্যায়িত করেছে। যাতে করে এতে কারও কোনো সন্দেহ প্রকাশের সুযোগ না থাকে।

বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ অর্থ লেনদেনের ব্যাপারটি নিশ্চিত করেন। তিনি বলেন, “এই চুক্তি ২০০৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত চলে আসছিল।”

এদিকে এ অভিযোগের পর এক বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান জানায় বার্সা।

ক্লাবটির দাবি, অর্থ লেনদেন হলেও তা কেবল পরামর্শের উদ্দেশেই। আর এর সুযোগ নিয়ে কেউ ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

রিয়াল মাদ্রিদের জরুরি বৈঠক

এদিকে বার্সার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পরপরই জরুরি বৈঠক ডেকেছে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এছাড়া এক বিবৃতিতে ক্লাবটি বলছে, প্রসিকিউটর কার্যালয় যে অভিযোগ দিয়েছে তা সুপ্রতিষ্ঠিত সন্দেহ। রেফারি কমিটির সহ-সভাপতির সম্পৃক্তা এই ঘটনার গুরুতর দিককে তুলে ধরেছে। ফলে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিৎ।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি