বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুর্নীতির বিরুদ্ধে অভিযানে কঠোর অবস্থানে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ‘দুর্নীতি করলে কারও রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে, আমরা ধরব।’

শনিবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রী আরও জানান, ২০০৯ সাল থেকে বাংলাদেশ ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে এবং কিছু দুষ্টু প্রকৃতির লোক ছাড়া দেশের জনগণ কর্মঠ ও সৃজনশীল। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, এই সুযোগ অতীতেও খালেদা জিয়া, ড. কামাল হোসেনসহ অনেকেই নিয়েছিলেন।

বিরোধীদলীয় নেতা জি এম কাদেরের বক্তব্যের জবাবে তিনি উল্লেখ করেন, “টেন্ডার না দিয়ে কাজ দেওয়ার বিষয়টি মন্ত্রী থাকাকালীন তিনি নিজেই রপ্ত করেছিলেন।”

মেট্রোরেল নির্মাণের বিরোধিতাকারীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল বর্তমানে ২ লাখ ৪০ হাজার যাত্রী পরিবহন করছে। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে ঢাকা শহরের যানজট নিরসনে এমআরটি লাইন-১, লাইন-২, লাইন-৪ ও লাইন-৫-এর কাজ সম্পন্ন করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমানে বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়া হচ্ছে। তবে, ভবিষ্যতে এ ভর্তুকি ধীরে ধীরে কমানো হবে। তিনি আরও জানান, ২০২৫ সালের ১ জুলাই থেকে নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় অন্তর্ভুক্ত করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ভুলে যায়নি এবং বাজেটকে উচ্চাভিলাষী মনে করেন না। তিনি উল্লেখ করেন, ঋণের চাহিদা, অর্থের জোগান, ব্যাংক আর গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সুদের নির্ধারণ পদ্ধতি গ্রহণ করা হয়েছে এবং কম গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে ব্যয় কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বেকারত্বের হার তিন ভাগ, যা সবাই চাইলে কাজ করতে পারে। ২০০৯ সালে জিডিপির আকার ছিল ১০২ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৩ সালে বেড়ে ৪৬০ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। মন্দ ঋণের হার ৯ দশমিক ৯ শতাংশ, যা পূর্বের চেয়ে হ্রাস পেয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেট নিয়ে সংসদে ১১ দিন আলোচনা হয়, যেখানে ২৩৪ জন এমপি অংশ নেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ