দুর্নীতি বেড়েছে বাংলাদেশে

বিশ্বের বিভিন্ন দেশের দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত ২০১৪ সালের দুর্নীতির ধারণা সূচক অনুযায়ী আগের দুই বছরের তুলনায় বাংলাদেশে দুর্নীতির পরিমাণ বেড়েছে।
টিআইর তথ্য অনুযায়ী, বাংলাদেশের র্যাংক বা অবস্থান ১৪৫। আর দুর্নীতির সূচকে বাংলাদেশের স্কোর ২৫। এর আগে ২০১৩ সালে র্যাংক ছিল ১৩৬ এবং স্কোর ছিল ২৭। এর আগে ২০১২ সালে বাংলাদেশের র্যাংক ছিল ১৪৪, স্কোর ছিল ২৬।
টিআইর এ সূচকে বাংলাদেশ ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভুটানের চেয়েও পিছিয়ে। ভুটানের স্কোর ৬৫, তাদের র্যাংক ৩০। ভারতের র্যাংক ৮৫, আর স্কোর ৩৮। একই অবস্থানে আছে শ্রীলঙ্কা। ২৯ স্কোর নিয়ে পাকিস্তানের র্যাংক ১২৬।
এবার সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষ স্থান দখল করে নিয়েছে ডেনমার্ক। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানের রয়েছে যথাক্রমে নিউজল্যান্ড ও ফিনল্যান্ড।
সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে যৌথভাবে অবস্থান করছে উত্তর কোরিয়া ও সোমালিয়া।
বিশ্বের ১৭৫টি দেশের ওপর এই জরিপ চালানো হয়। দুর্নীতি প্রত্যক্ষকরণ ইনডেস্ক ২০১৪ তে এই তালিকা প্রকাশিত হয়েছে।
কোনো দেশের বা ভূখণ্ডের সরকারি খাতে কী পরিমাণ দুর্নীতি হয় তার ওপর ভিত্তি করে এই ইনডেস্ক তৈরি করা হয়েছে। স্কোর নির্ধারণ করা হয়েছে ০ (উচ্চমাত্রায় দুর্নীতিগ্রস্ত) থেকে ১০০ (সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত)।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন