দুর্ভোগে শিক্ষার্থীরা কবি নজরুল বিশ্ববিদ্যালয়
আবাসন ও পরিবহন সমস্যাসহ নানা সংকটে ময়মনসিংহের ত্রিশালের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে এখনও শুরু হয়নি নজরুলকে নিয়ে কোনো গবেষণা বা এমফিল-পিএইডি ডিগ্রি কার্যক্রম।
তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, বিদ্যমান সমস্যা নিরসনে ১০তলা দুটি হল ও একটি অ্যাকাডেমিক ভবন নির্মাণ শুরু হয়েছে। আর গবেষণার জন্য নজরুল স্টাডিজ নামে একটি ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। ছেলেবেলায় ত্রিশালের শুকনি বিলের পাড়ে একটি বটতলায় বসে বাঁশি বাজাতেন কবি নজরুল। সেখানেই ২০০৬ সালে প্রতিষ্ঠা করা হয়েছে কবির নামে বিশ্ববিদ্যালয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা পড়তে আসে বিদ্রোহী কবির স্মৃতি বিজড়িত এই বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এখানে আবাসন, পরিবহন, বিদ্যুৎসহ নানা সমস্যায় দুর্ভোগ পোহাতে হয় তাদের। শ্রেণীকক্ষ সংকটের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের নানা সংকটের কথা জানিয়ে কয়েকজন শিক্ষার্থীরা বলেন, ‘হলের জন্য আবেদন করেছি কিন্তু এখন পর্যন্ত হলে সিট পাচ্ছি না। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার সমস্যা। এদিকে, বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বিভাগে ‘নজরুল অধ্যয়ন’ বিষয়টি পড়ানো হলেও কবি নজরুল ও তার সাহিত্যকর্মের ওপর এমফিল-পিএইচডি করার কোনো সুযোগ নেই বলে জানায় শিক্ষার্থীরা। আর নজরুল গবেষণার জন্য উচ্চমানের গবেষক নিয়োগ এবং পর্যাপ্ত সরকারি বরাদ্দ দেয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাজাদা আহসান হাবিব বলেন, ‘কবি নজরুলের লেখা গান, কবিতা ও গল্প যে মাপের সেই মাপের পুরোপুরি কার্যক্রম শুরু করা বা গবেষণা করার জন্য আমাদের আরও অনেক বেশি প্রচেষ্টা থাকা দরকার। সেটার জন্য একটি বিশেষ ইন্সটিটিউট হলেই হবে না তার জন্য গবেষক নিয়োগ দেয়া দরকার। বই-পুস্তক দরকার।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম জানান, সমস্যা নিরসনে ১০ তলা দু’টি হল ও একটি একাডেমিক ভবন নির্মাণ শুরু হয়েছে। আর গবেষণার জন্য নজরুল স্টাডিজ নামে একটি ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, ‘নজরুল স্টাডিজ নামে যে ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে সেখান থেকে এমফিল-পিএইডি করা যাবে।’বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১৩টি বিভাগে প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন