বুধবার, নভেম্বর ৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুর্যোগ মোকাবেলায় কম্পিউটার কি প্রস্তুত?

নানা ধরনের দুর্যোগ আমাদের প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। বিমান চালনাতে এখন মানুষ কম্পিউটারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। ভবিষ্যতে গাড়িও চালাবে চালকহীন গাড়ি, যার পেছনে কাজ করবে শক্তিশালী কম্পিউটার ও নানা ধরনের সেন্সর। একইভাবে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কম্পিউটারের ওপর নির্ভরশীলতা বেড়েই চলেছে। আর এ পরিস্থিতিতে কম্পিউটারকে যে কোনো ধরনের বিপদ ও দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, আমাদের কম্পিউটারগুলো কি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য প্রস্তুত? এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে গার্ডিয়ান।

পাইলট মার্ক ডিউবিওস বিমানের ককপিটে যখন প্রবেশ করেন তখন তিনি খুবই বিভ্রান্ত অবস্থায় ছিলেন। তিনি তার সহকারীর হাতে বিমানটির নিয়ন্ত্রণভার দিয়ে একটু ঘুমাতে গিয়েছিলেন। কিন্তু ঘুম থেকে উঠেই তিনি আবিষ্কার করেন, বিমান খুবই বিপজ্জনকভাবে ঝাঁকি দিচ্ছে। এ অবস্থায় তিনি ঠিক কি করতে হবে বুঝতে পারছিলেন না।

প্রচণ্ড কম্পমান বিমানটিতে সহকর্মীদের তিনি জিজ্ঞাসা করে জানতে পারলেন যে, তারা এ সমস্যার সঠিক কোনো কারণ জানতে পারেননি। আর এ সময় স্বয়ংক্রিয়ভাবে একটানা স্টল স্টল স্টল বলে যাচ্ছে।

সহকারী পাইলট জানান, আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়েছি। বিমান ঠিক করতে সব ধরনের চেষ্টাই করা হয়েছে। কিন্তু কোনো সমাধান পাওয়া যায়নি।

তবে তারা বিশ্বের সবচেয়ে আধুনিক ও নিরাপদ বিমানের অন্যতম এয়ারবাস ৩৩০ চালাচ্ছিলেন। এ বিমানের নিরাপত্তা ব্যবস্থা বেশ উন্নত। এর ফটোপাইলটও বহু ধরনের বিপদ মোকাবেলা করতে সক্ষম। তার পরেও বিমানটি কেন স্টল বা আকাশে থেমে গেল তা বোঝা যাচ্ছিল না।

প্রধান পাইলট ককপিটে তার দায়িত্ব নেওয়ার পরেও সঠিক অবস্থাটি বুঝতে পারছিলেন না। কারণ তিনি এর আগে ছুটিতে ছিলেন এবং আগের রাতে মাত্র এক ঘণ্টা ঘুমানোর সুযোগ পেয়েছেন।

পরে বিমানের গণ্ডগোল হওয়ার বিষয়টির কারণ জানা যায়। বিমানটির অটোপাইলট ব্যবস্থা কোনো কারণে একে অতিরিক্ত উচ্চতায় উঠিয়ে দিয়েছিল। এটি হতে পারে বায়ুমণ্ডলে বিমানের সামনের দিকে কোনো ঝড়ের পূর্বাভাষের কারণে। অতিরিক্ত উচ্চতায় ওঠার কারণে বাতাসের চাপ যেমন কমে গিয়েছিল তেমন বিমানটি সামনে এগিয়ে যেতেও পারছিল না। এ সময় অতিরিক্ত ঠাণ্ডায় বিমানটির বিভিন্ন অংশে বরফ জমে সেন্সরগুলোও অকার্যকর হয়ে উঠেছিল।

তবে বিমানের পাইলট দায়িত্ব নেওয়ার পর তিনি বিষয়টিকে ঠিক করার চেষ্টা করেন। এ সময় সেন্সরগুলো সঠিকভাবে কাজ না করায় কিছুই বোঝা যাচ্ছিল না। বিমানের পাইলটের সহকারীরা তেমন দক্ষ ছিলেন না। তারা মূলত অটোপাইলট দিয়ে বিমান চালাতেন। ম্যানুয়াল কন্ট্রোলে অভ্যস্ত ছিলেন না। ফলে বিমানটি নিয়ন্ত্রণ অটোপাইলট থেকে বাদ দিয়ে নিজেদের হাতে নেওয়া হলেও তারা বিষয়টি সঠিকভাবে উপলব্ধি করতে পারছিলেন না।

বিমানটি এ সময় দ্রুত উচ্চতা হারাতে থাকে। দ্রুত বিমানটি নিচে নামতে থাকলেও বিমানের পাইলটেরা তা বুঝতে পারছিলেন না যে এটি ওপরে উঠছে নাকি নিচে নামছে। কারণ বিমানের উচ্চতার মাপকাঠিসহ বিভিন্ন বিষয়ের ওপর তারা আস্থা হারিয়েছিলেন। এ অবস্থায় নিচে নামতে নামতে এক পর্যায়ে বিমানটি আটলান্টিক মহাসাগরে পতিত হয়।

সাগরে পতনের সময় বিমানটির গতি ছিল প্রতি ঘণ্টায় ১২৫ মাইল। বিমানের ২২৪ আরোহীর সবাই এ সময় মৃত্যুমুখে পতিত হয়।

কম্পিউটারের গণ্ডগোলের এ ধরনের বিষয়গুলো নিয়ে বিশেষজ্ঞরা বহুদিন ধরেই কাজ করছেন। ঠিক কোন উপায়ে কম্পিউটারকে প্রস্তুত করলে তা দুর্ঘটনা এড়াতে পারবে এ বিষয়ে অনুসন্ধান চলছে নিরবচ্ছিন্ন গতিতে। গবেষণায় এখন বহুদূর অগ্রগতি হয়েছে। তবে সে অগ্রগতি যে এখনও নিখুঁত নয়, তার প্রমাণ বিমান দুর্ঘটনাসহ নানা বড় দুর্ঘটনা। আশা করা হচ্ছে অদূর ভবিষ্যতে প্রযুক্তির আরও উৎকর্ষ হলে এ দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু

মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ

নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন

  • অবশেষে বাংলাদেশে ১৯ অক্টোবর থেকে পে-প্যাল সেবা
  • রবি গ্রাহকদের জন্য সুখবর ! ছাড় পাবেন উবারে !
  • মেধাসত্ত্ব সংরক্ষণের দাবি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে
  • লক খুলবে মুখ দেখেই আইফোন ৮
  • ফেসবুক এবং গুগলের যুগে ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফর্ম পরিকল্পনা করলে ভুল-ই হবে
  • এবার থেকে হোয়াটসঅ্যাপেও টাকা লেনদেন! জেনে নিন কীভাবে
  • ফেসবুক হ্যাক হয় যেভাবে
  • ধর্ষণ থেকে আত্মহত্যা! সবই পাওয়া যাচ্ছে গেমে
  • এলিয়েন তাড়ালেই নাসাতে মিলবে কোটি টাকার চাকরি
  • রাত্রে বিছানায় মোবাইল নিয়ে ঘুমনো অভ্যেস? জানেন না, কতবড় ভুল করছেন
  • দিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ১০০ কোটি মানুষ
  • ফেসবুকে দামি গাড়ি, গয়নার ছবি পোস্ট করেছেন? সর্বনাশ!