দূর্দান্ত ব্যাটিংয়ে জয় হলো পাকিস্তানের

পাকিস্তানের আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে শুরুটা দূর্দান্ত হলেও শেষ পর্যন্ত লড়াকু পুঁজি পেয়েছে শ্রীলঙ্কানরা। দুই ওপেনার উড়ন্ত সূচনা এনে দলটিকে। কিন্তু টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় রানের চূঁড়োয় যেতে পারেনি লঙ্কানরা।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানকে ১৫১ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫০ রান করেছে দিনেশ চান্দিমালের দল।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা অন্যদিনের চেয়ে অসাধারন হয়েছে পাকিস্তানের। ওপেনার ও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় পায় শহীদ আফ্রিদির দল।
পাকিস্তানের হয়ে শারজিল খান ৩১, সরফরাজ আহমেদ ৩৮, উমর আকমল ৪৮ এবং মোহাম্মাদ হাফিজ ১৪ রান করেন।
টসের আগেই খবর আসে ইনজুরির কারণে খেলছেন না ভারপ্রাপ্ত লঙ্কান অধিনায়ক অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। তাই শহীদ আফ্রিদির সঙ্গে টসে নামলেন দিনেশ চান্দিমাল। নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গার পরিবর্তে দুই ম্যাচ অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন ম্যাথুস। তার হাত থেকে আবারো অধিনায়ক বদল।
শুরুতেই পাকিস্তানের বোলারদের উপর চেপে বসে দুই লঙ্কান ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল ও তিলকারত্নে দিলশান। অভিজ্ঞ ক্রিকেটার দলে না থাকায় দুই ক্রিকেটার বড় স্কোর গড়ার দায়িত্বটা নিজেদের কাঁধেই নিয়ে নেন। ১১০ রান আসে তাদের উদ্বোধনী জুটি থেকে। ১৪ ওভারে এ রান জমা করেন তারা। ওভার প্রতি রান রেট ছিল ৭.৮৫।
উইকেট খরায় থাকা পাকিস্তানকে ম্যাচে ফিরিয়ে নিয়ে আসেন পেসার ওয়াহাব রিয়াজ। ১৫তম ওভারের প্রথম বলে ৪৮ বলে ৫৮ রান করা দিনেশ চান্দিমালকে আউট করেন। পরের ওভারে প্রথমবারের মত বোলিংয়ে এসে শোয়েব মালিক তুলে নেন সিহান জয়াসুরিয়ার উইকেট(৪)। ১৮তম ওভারে সাত ফুটী পেসার মোহাম্মদ ইরফান কাপুগেদারা (২) ও দাসুন সানাকার(০) উইকেট তুলে নেন।
শেষ ২ ওভারে দিলশান ও মিলিন্দা সিরিয়ার্ধনে ২৩ রান যোগ করে দলের স্কোরকে ১৫০ এ নিয়ে যান। পুরো টুর্নামেন্টের ফ্লপ ব্যাটসম্যান দিলশান শেষ ম্যাচে দায়িত্বশীল ইনিংস খেলেন। ৫৬ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৫ রান করে অপরাজিত থাকেন। সতীর্থ মিলিন্দা সিরিয়ার্ধনের ব্যাট থেকে আসে ৪ রান।
পাকিস্তানের হয়ে মোহাম্মদ ইরফান নেন সর্বোচ্চ ২ উইকেট। ১টি করে উইকেট নেন ওয়াহাব রিয়াজ ও শোয়েব মালিক। এশিয়া কাপে দারুণ বোলিং করা মোহাম্মদ আমির এদিন স্বরূপে ছিলেন না। ৪ ওভার বোলিং করে রান খরচ করেছেন ৩১।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন