দৃষ্টিহীন ভক্তের সঙ্গে দেখা করে চমক দিলেন সালমান

একটি রিয়েলিটি শো-র সেটে হাজির হয়ে এক দৃষ্টিহীন ভক্তের সঙ্গে দেখা করে তাঁকে চমক দিলেন সালমান খান। এই অভিনেতা ফের প্রমাণ করে দিলেন, তিনি সবার চেয়ে আলাদা।
যুগপ্রীত বাজবা নামে সালমানের এই ভক্ত সঙ্গীতশিল্পী। তিনি একটি বেসরকারি চ্যানেলের গানের অনুষ্ঠান করছেন। সেই অনুষ্ঠানেরই সেটে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন সালমান। প্রিয় অভিনেতার সঙ্গ পেয়ে স্বাভাবিকভাবেই অভিভূত যুগপ্রীত।
সূত্রের খবর, একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন সালমান। কাজ শেষ হয়ে যাওয়ার পর ভ্যানিটি ভ্যানে উঠতে যাচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় তিনি জানতে পারেন, পাশেই একটি সেটে ওই গানের অনুষ্ঠানের রিহার্সাল চলছে। তখনই সেখানে হাজির হয়ে যান সল্লুভাই। ভক্তর সঙ্গে দেখা করে তাঁকে উৎসাহিত করেন।
যুগপ্রীত বলেছেন, ‘সালমান স্যার আমার কাছে এসে কানের কাছে মুখ নিয়ে গিয়ে আস্তে করে কথা বলেন। এরপর তিনি আমাকে জড়িয়ে ধরেন। আমি এতটাই আপ্লুত হয়ে গিয়েছিলাম যে শুধু তাঁর আশীর্বাদ নিই। সামলান খানের সঙ্গে দেখা করতে পেরে নিজেকে বিশ্বের সবচেয়ে উপরে মনে হচ্ছে। এতজনের মধ্যে থেকে শুধু আমার সঙ্গেই তিনি দেখা করেছেন। তাই নিজেকে বিশেষ একজন মনে হচ্ছে।’
ভক্তের সঙ্গে শুধু দেখা করাই নয়, ভবিষ্যতে তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন সালমান।
সূত্র: এবিপি আনন্দ
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন